ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচ চলাকালীন হঠাৎই মাঠ থেকে বেরিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঘটনা ঘটেছে গতকাল ম্যানইউ বনাম টটেনহ্যাম হটস্পারের ম্যাচ চলাকালীন। দলে না থাকায় হতাশ সিআরসেভেন।

বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার। সেই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না পর্তুগিজ মহাতারকা। তবে বেঞ্চে বসিয়ে রাখায় একেবারেই খুশি হননি রোনাল্ডো। ম্যাচ চলাকালীন দেখা যায়, বেঞ্চ ছেড়ে ড্রেসিংরুমের উদ্দেশে চলে যান সিআরসেভেন, আর এই ভিডিও মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। দলের জয়ে কোনও অভিব্যক্তিই দেখাননি রোনাল্ডো, কেবল না খেলার হতাশায় ম্যাচের মাঝেই মাঠ ছাড়েন তিনি।

Cristiano Ronaldo went to the tunnel before the game ended against Tottenham 😬
(via @TelemundoSports)pic.twitter.com/nYwKlpKiSd
— B/R Football (@brfootball) October 19, 2022
এদিকে রোনাল্ডো না খেললেও, টটেনহ্যামের বিরুদ্ধে জয় পায় ম্যানইউ। টটেনহ্যামকে ২-০ গোলে হারায় ম্যাঞ্চেস্টার। ম্যানইউর হয়ে গোল করেন ফ্রেড এবং ব্রুনো।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
