Friday, August 22, 2025

এবার পিসিবির বিবৃতির পাল্টা দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর

Date:

২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারতীয় দল, গত মঙ্গলবার এমনটাই জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। আর এর পরই পাল্টা জবাবে পিসিবি বিবৃতি দিয়ে হুঁশিয়ারি দিয়েছে যে এমনটা হলে একদিনের বিশ্বকাপ খেলবে না পাকিস্তান। আর এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই হুঁশিয়ারির উত্তর দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই বিষয়ে ভারত কারোর কথা শুনবে না এবং আসন্ন একদিনের বিশ্বকাপ আয়োজিত হবে ভারতেই।

এদিন এই নিয়ে অনুরাগ ঠাকুর বলেন, “এটি বিসিসিআইয়ের বিষয়। এটা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে মন্তব্য করা হবে। ভারত একটি স্পোর্টিং পাওয়ারহাউস, যেখানে একাধিক বিশ্বকাপ আয়োজিত হয়েছে। একদিনের বিশ্বকাপ আগামী বছর ভারতে হবে এবং বিশ্বের সব বড় দল এতে অংশ নেবে। কারণ আপনি ভারতকে কোনও ক্রীড়ায় বাদ দিতে পারেন না। ক্রিকেট সহ সমস্ত ক্রীড়ায় ভারতের অনেক অবদান রয়েছে। বর্তমানে কেউ কোনও ক্ষেত্রে ভারতের কথা ফেলতে পারে না। ভারত ছাড়া ক্রিকেট জগতের কী আছে? আগামী বছর দারুণভাবে ভারতে বিশ্বকাপের আয়োজন করা হবে এবং সেই বিশ্বকাপ ঐতিহাসিক হবে।”

এরপর অনুরাগ ঠাকুর আরও বলেন,”তাই, বিশ্বকাপ আগামী বছর ভারতে আয়োজিত হবে। যেহেতু পাকিস্তানে নিরাপত্তার দুশ্চিন্তা রয়েছে তাই এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নেবে। শুধু ক্রিকেটের বিষয় নয় এটি। ভারত এই বিষয়ে কাউকে রেয়াত করার জায়গায় নেই।”

আরও পড়ুন:পাকিস্তানে ভারতের এশিয়া কাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ রামিজ রাজা

 

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version