Friday, November 14, 2025

#জমি চোর বুদ্ধ: সিঙ্গুর নিয়ে বিগত বাম সরকারকে আক্রমণে টুইটার ট্রেডিংয়ের আর্জি দেবাংশুর

Date:

আমি নই, টাটাদের তাড়িয়ে ছিল সিপিএম- শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্লোগান হল ‘জমি চোর বুদ্ধ’ (#JomiChorBuddho)। যুব তৃণমূল কংগ্রেসের স্লোগান “জমি চোর বুদ্ধ” এখন টুইটার ট্রেন্ডে বাংলায় ১ নম্বর। শুক্রবার দিনভর এক লাখেরও বেশি মানুষ টুইট করেছেন “#JomiChorBuddho”। গোটা সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে এই প্রচারে। টুইটারে ‘#JomiChorBuddho’ (‘জমি চোর বুদ্ধ’) হ্যাশট্যাগ ট্রেন্ডংয়ের ছবি পোস্ট করে দেবাংশু লেখেন, ‘ভারত জুড়ে রব উঠেছে #JomiChorBuddho আপনিও সামিল হোন।’

 

তবে, বাংলায় নয়, দেশ ও দেশের বাইরেও ট্রেন্ডিং-এ রয়েছে এই স্লোগান। কিন্তু জমি চোর বুদ্ধ কেন? যুব তৃণমূল (TMC) নেতা ও মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya) জানিয়েছেন, ১৯ অক্টোবর শিলিগুড়ির কাওখালিতে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বলেন, টাটকে তিনি নন, সিপিএম তাড়িয়েছে। এরপরই হৈচৈ শুরু করে দেয় সিপিএম। সোশাল মিডিয়া সহ নানা জায়গায় ব্যঙ্গ- বিদ্রুপ সহ ব্যক্তিগত আক্রমণ শুরু করে তারা। কিন্তু যাঁরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে সবে ঢুকেছে, সদ্য রাজনীতির আঙিনায় পা দিয়েছে তাঁরা সিঙ্গুরে কৃষকদের জমি দখল করে টাটাদোর দিয়ে সেখানো ন্যানো গাড়ির কারখানা করার বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল নয়৷ সিপিএমের নেতারা জমি চুরির আসল বিষয়টি এঁদের খোলসা করেননি৷ সুপ্রিম কোর্ট সিঙ্গুরের জমি দখলকে অবৈধ বলে ঘোষণা করেছে। অর্থাৎ তৎকালীন বাম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জোর করে কৃষকদের জমি কেড়ে নিয়েছিল। জমি চুরি করেছিল। তাই তৃণমূল কংগ্রেস সোশাল মিডিয়ায় বলছে “জমি চোর বুদ্ধ”। যা এখন বাংলয় টপ ট্রেন্ডিং রয়েছে।

তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, টাটারা শিল্প করুন কিন্তু এক হাজার একরে নয়। চারশো একর ফেরত দিয়ে বাকি ছশো একরে শিল্প হোক৷ কিন্ত রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর মধ্যস্থতায় রাজভবনে সিঙ্গুর নিয়ে যে চুক্তি হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর সরকার সেই চুক্তি মানেননি। ফলে টাটারা চলে যায়। সিপিএম নিজেদের একগুয়েমি জেদ ও ইগো ছেড়ে বেরোতে পারেনি৷ যার ফল যা হওয়ার তাই হয়েছে। এখন সেসব ভুলিয়ে দিয়ে নতুন ছেলেমেয়েদের খেপিয়ে তুলছে পুরনো সিপিএমরা। তাই তো প্রয়োজন #JomiChorBuddho।

দেবাংশুর পাশাপাশি তৃণমূলের একটি ফ্যানপেজের পক্ষ থেকে আবার বলা হয়, “মমতা বন্দ্যোপাধ্যায়: সকলকে জমি ফিরিয়েছেন। সিপিএম: মানুষের জমি চুরি করেছে।“ ওই ফ্যানপেজের অপর একটি পোস্টে আবার লেখা হয়, “চাষিদের উপর অত্যাচার, ধর্ষণ; পুলিস দিয়ে অত্যাচার; সিপিএমের ক্যাডার দিয়ে অত্যাচার – সিঙ্গুরে কিছুই বাকি রাখেননি #জমি চোর বুদ্ধ।“

আরও পড়ুন- চাকরিপ্রার্থীদের আবেগ নিয়ে ঘোলা জলে মাছ ধরছে বিরোধীরা: তীব্র আক্রমণ বুদ্ধিজীবীদের

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version