পুরীতে বেড়াতে গিয়ে পাঁজরের হাড় ভাঙল রাজ্যের সমবায় মন্ত্রীর

চিকিৎসকদের পরামর্শে আপাতত বাড়িতে বিশ্রামে আছেন তিনি। সেখান থেকেই সামলাচ্ছেন সরকারি এবং দলীয় কাজ।

পুরীতে বেড়াতে গিয়েছিলেন। পাঁজরের হাড় ভাঙল রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের। সেখানে মন্ত্রীর পাঁজরের দুটি হাড় ভেঙেছে বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত বাড়িতে বিশ্রামে আছেন তিনি। সেখান থেকেই সামলাচ্ছেন সরকারি এবং দলীয় কাজ।

অন্যদিকে গুজরাটে মন্দির দর্শনে গিয়ে হোটেলের ঘরে পড়ে গিয়ে পাঁজরে আঘাত পেয়েছেন ডোমজুড়ের বিধায়ক এবং হাওড়ার (সদর) তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ। তাঁরও পাঁজরের হাড়ে চিড় ধরেছে বলে জানা গিয়েছে। তিনিও আপাতত বাড়ি থেকেই দলীয় কাজ সামলাচ্ছেন।
মন্ত্রী বলেন, ‘‌চলতি মাসের ১৩ তারিখ এই ঘটনাটি ঘটে। পুরীতে পুজো দিতে মন্দিরে ঢোকার পর পেছন থেকে ধাক্কাধাক্কির জেরে পড়ে যাই। প্রথমে বুঝতে না পারলেও পরে ব্যথা শুরু হয়। এরপর চিকিৎসক পরীক্ষা করে দেখেন বাঁদিকের পাঁজরের এক এবং দুই নম্বর হাড় ভেঙেছে। আরও দুটি হাড়ে চোট পেয়েছি‌।’‌ অন্যদিকে কল্যাণ জানিয়েছেন, ‘‌রাতে হোটেলের ঘরে মেঝেতে পড়ে গিয়ে খাটের কোণে বুকে আঘাত লাগে। পরে দেখা যায় আঘাতে পাঁজরের হাড়ে চিড় ধরেছে।’‌

Previous articleদেউচা-পাঁচামি: আরও ২৩৮ জন জমিদাতার হাতে নিয়োগপত্র তুলে দিলেন ফিরহাদ হাকিম
Next articleদীপাবলির আগে ৭৫ হাজার জনকে চাকরির অফার লেটার প্রধানমন্ত্রীর, টুইটে খোঁচা রাহুলের