Saturday, August 23, 2025

কালীপুজোয় ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে সুন্দরবনে

Date:

আলোর উৎসবকে মাটি করতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone) । যার অভিমুখ কিছুটা বাংলার (West Bengal) দিকে। ফলে ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই উপকূলীয় জেলাগুলিতে (Coastal District) সতর্কতা জারি করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা (Disaster management) থেকে বিদ্যুৎ ও সংশ্লিষ্ট দফতরের সমস্ত আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল হয়েছে। মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সর্বশেষ যে পূর্বাভাস দিয়েছে, সেখানে তারা জানাচ্ছে সরাসরি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সুন্দরবন (Sundarban) এলাকার ওপর। আগামী ২৪ ও ২৫ তারিখের মধ্যে অর্থাৎ কালীপুজোর ঠিক পরেরদিন বাংলাদেশ (Bangladesh) এবং পশ্চিমবঙ্গ উপকূলে এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে। এই ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়তে পারে সুন্দরবনে। তাই সুন্দরবনের ফেরি সার্ভিস (Ferry Service) বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ২৪ এবং ২৫ তারিখ।

আন্দামান সাগরে ওপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটিই নিম্নচাপ রূপেই আন্দামান সাগরের ওপর অবস্থান করছে। এটি প্রথম অবস্থায় উত্তর-পশ্চিম দিকে ২২ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। ২৩ তারিখ নাগাদ যা অতিগভীর নিম্নচাপের রূপ নেবে। এরপর থেকে এটি বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় রূপান্তরিত হবে ২৪ তারিখ। ২৫ তারিখ নাগাদ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি আসবে কিন্তু অবস্থান করবে সমুদ্রের উপরেই। এই সিস্টেম থেকে ২৪ এবং ২৫ পশ্চিমবঙ্গের উপকূলের জেলা দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং এখানের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।

যেহেতু উত্তর বঙ্গোপসাগর উপর এই সিস্টেমটি থাকবে তাই উপকূলের জেলা দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ২৪ তারিখ হাওয়ার গতিবেগ থাকবে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে। ২৫ তারিখ দুই ২৪পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ অনেকটাই বেড়ে হবে ৯০ থেকে ১০০ কিলোমিটার। কলকাতায় ২৪ তারিখে হালকা বৃষ্টি এবং ২৫ তারিখে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকা হাওড়া, হুগলি এইসব জায়গায় হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার।

সতর্কতা হিসাবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যাঁরা ইতিমধ্যেই গিয়েছেন তাঁদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র উপকূলে পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে ২৪ ও ২৫ তারিখ। কালীপুজোয় কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version