শেষ মুহূর্তে চমক, সিএবি-র ভোটে লড়ছেন না মহারাজ

শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে এবং দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (Snehasish Ganguly) সিএবি-র মসনদে বসিয়ে মহারাজ হলেন 'কিং-মেকার'

শেষবেলায় চমক, সিএবি সভাপতি নির্বাচনে (CAB Election) লড়ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷ শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে এবং দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (Snehasish Ganguly) সিএবি-র মসনদে বসিয়ে মহারাজ হলেন ‘কিং-মেকার’ (Sourav Ganguly decides not to contest in CAB election)।

শাসক গোষ্ঠী যে প্যানেল মনোনয়ন করেছে তাতে সচিব হচ্ছেন নরেশ ওঝা এবং যুগ্ম-সচিব থাকছেন দেবব্রত দাস। কোষাধ্যক্ষ হচ্ছেন প্রবীর চক্রবর্তী। আর সহ-সভাপতি পদে বসছেন অমলেন্দু বিশ্বাস।সিএবি সভাপতি পদে যে লড়বেন না সৌরভ, এই জল্পনা চব্বিশ ঘণ্টা আগেই থেকে ডালপালা মেলতে থাকে যখন মনোনয়ন জমা দেওয়ার ব্যাপারে স্পষ্ট কোনও ইঙ্গিত দিতে ব্যর্থ হয়েছিলেন তিনি। শেষমেশ ময়দানের রাজনীতির অঙ্কের জটিল প্যাঁচেই হয়তো নির্বাচনী কূটকচালি থেকে নিজেকে সরিয়ে নিলেন মহারাজ ৷

গতকাল সভাপতি পদে মনোনয়ন জমা না-দিয়ে শেষ পর্যন্ত জল্পনা জিইয়ে রেখেছিলেন সৌরভ ৷ জানিয়েছিলেন, রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত সময় রয়েছে ৷ দেখা যাক কী হয় ৷ সুতরাং, আজই মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিল তাঁর। কিন্তু রবিবারও মহারাজ মনোনয়ন জমা না-দেওয়ায় সিএবি-র নয়া সভাপতি হিসেবে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের আসীন হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷
প্রসঙ্গত, প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ কিছুদিন আগে জানিয়েছিলেন, যে তিনি সিএবি সভাপতি হওয়ার জন্য লড়াই করবেন। সিএবি-তে প্রত্যাবর্তনের জন্য অনেকে বুঝিয়েও ছিলেন। তাঁর বিরুদ্ধে নানারকম কুৎসা করা হচ্ছে, এর জবাব দিতেই সিএবি-তে কামব্যাক করতে চেয়েছিলেন মহারাজ। কিন্তু শেষ পর্যন্ত সৌরভ নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন।

Previous articleমেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে দীপাবলির রোশনাই, সবুজ ঝড়ে উৎসবের ছোঁয়া
Next articleদেবভূমিতে দীপাবলির উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি