Wednesday, January 7, 2026

এবার খয়রাতি নিয়ে  হস্তক্ষেপ করবে সিএজি

Date:

Share post:

খয়রাতি নিয়ে এবার হস্তক্ষেপ করতে চলেছে সিএজি।  ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়  তার প্রভাব অর্থনীতিতে কতটা পড়ছে  এবার থেকে তার বিশ্লেষণ করে দেখবে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল।
এমনকি এই বিষয়ে কতগুলি প্যারামিটারও তৈরি করছে সিএজি। যার মাধ্যমে  অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করা বিষয়গুলোকে  সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।জানা গিয়েছে, কয়েকদিন আগেই গিরিশচন্দ্র মুর্মুর নেতৃত্বাধীন সিএজির ২১ সদস্যের অডিট অ্যাডভাইজারি বোর্ডের বৈঠকে রাজ্যগুলির অর্থনৈতিক স্থায়িত্ব নিয়ে আলোচনা হয়।  করোনার পর থেকেই রাজস্ব থেকে আয় কমেছে রাজ্যগুলির। আগামী ৬ বছরে রাজ্যগুলির ঋণ মেটানোর বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয় বৈঠকে।
অডিট বোর্ডের বক্তব্য, সমস্ত রাজ্যের অন্যতম সমস্যা  হল ঋণ পরিশোধ করা। আগে রাজ্যগুলি যে ঋণ গ্রহণ করেছে, সেগুলি পরিশোধের বোঝা এতটাই বেশি যে, তা করতে গেলে রাজ্যগুলির বাজেটের অর্ধেকই চলে যাবে। সেটা স্থায়ী সমাধান নয়।” খয়রাতিতে টিভি, ল্যাপটপ, গ্রাইন্ডার, মিক্সার দেওয়া নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে  জানা গিয়েছে।
সিএজির এই বক্তব্য প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন ঘোষণার সমালোচনা করে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। টুইটারে তিনি লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, করদাতাদের টাকা খয়রাতির খাতে খরচ হয়। ভাল বলেছেন স্যার। তবে তাঁর এটা যোগ করা উচিত, গুজরাট বিধানসভা নির্বাচনের আগে বিনামূল্যে দুটি এলপিজি সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি কি খয়রাতি নয় ?।” পরের টুইটে তিনি লিখেছেন, “তাঁর আরও যোগ করা উচিত, ৫১৭টি সংস্থার ৫ লক্ষ ৩২ হাজার কোটি টাকার ঋণ মুছে ফেলা খয়রাতি নয়। তাঁর কাছে আরও অনেক উদাহরণ রয়েছে সেগুলি তুলে ধরতে পারতেন।” প্রসঙ্গত,কিছুদিনের মধ্যেই হতে চলেছে গুজরাটের নির্বাচন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পে প্রতিটি পরিবারকে বিনামূল্যে দুটি করে সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হয়েছে। 

spot_img

Related articles

প্রভাব নেই মৌসমের দলবদলের: মালদহের বৈঠকে প্রচারের দিশা দিলেন অভিষেক

সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে নির্বাচনের প্রস্তুতি সারছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

চুরি করতে গিয়ে বিপত্তি! এক ঘণ্টা ঝুলে ধরা পড়ল চোর

একেবারে ফিল্মি কায়দায় চুরির চেষ্টা ব্যর্থ হল রাজস্থানের কোটা শহরে। বাড়িতে ঢুকে লুটপাটের উদ্দেশ্যে রান্নাঘরের এক্সহস্ট ফ্যানের শ্যাফট...

কেন্দ্রের FCI নির্দেশিকায় পাটশিল্পে ধাক্কা! বস্ত্রমন্ত্রীকে চিঠি দিয়ে তীব্র প্রতিবাদ ঋতব্রতর

চটের বদলে শস্য মজুত প্লাস্টিকের ব্যাগে! পাটশিল্প ও শিল্পীদের চূড়ান্ত ক্ষতির মুখে ফেলতে কেন্দ্রের তুঘলকি ফরমান। কেন্দ্রের ফুড...

দেবলীনা – প্রবাহর রেজিস্ট্রির ‘ভাইরাল’ ছবি নিয়ে মুখ খুললেন গায়িকার দিদি

গত কয়েকদিন ধরে হাসপাতালে বেডে শুয়ে থাকা গায়িকা দেবলীনা নন্দীর (Debolina Nandi) ছবি নিয়ে আলোচনা - বিতর্কের পর...