Sunday, November 9, 2025

মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে দীপাবলির রোশনাই, সবুজ ঝড়ে উৎসবের ছোঁয়া

Date:

মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে (Medical Council Election) প্রত্যাশিত জয় পেল তৃণমূলপন্থী প্যানেল। রবিবার নির্বাচনের সম্পূর্ণ ফলাফল প্রকাশের (Result out) পর সবুজ আবীরে রঙিন হয়ে উঠেছে সল্টলেকের (Saltlake) দফতর। রাত পোহালেই কালীপুজো (Kali puja)। তার ঠিক কয়েক ঘণ্টা আগে খুশির হাওয়া মেডিক্যাল কাউন্সিলে। তৃণমূল সমর্থিত প্যানেলের প্রার্থী তথা বিধায়ক সুদীপ্ত রায় (Sudipto Roy) এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উৎসর্গ (Dedicate) করেছেন। গত ১৯ অক্টোবর থেকে শুরু হয়েছিল গণনার কাজ। প্রথমে ‘জি’ক্যাটাগরি (Slab G) এবং পরে ‘এইচ’ ক্যাটাগরির (Slab H) গণনা (Counting) শুরু হয়। তবে ‘জি’ ক্যাটাগরির গণনা ওইদিনই শেষ হয়ে গেলেও ‘এইচ’ ক্যাটাগরির গণনা শেষ হতে হতে রবিবার গড়ায়। মোট ৬২ হাজার ভোটার এই বিভাগে ভোট দেন। ‘এইচ’ ক্যাটাগরিতে ভোট পড়ে ২৬ হাজার ৭০০। বিরোধীদের পিছনে ফেলে রবিবাসরীয় বিকেলে শেষ হাসি হাসল তৃণমূলের চিকিৎসক পন্থী সংগঠন।

শনিবারই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে গণনা প্রক্রিয়া থেকে সরে দাঁড়ায় জয়েন্ট প্লাটফর্ম অব ডক্টরস (Joint Platform of Doctors), মেডিক্যাল সার্ভিস সেন্টার (Medical Service Centre) এবং সার্ভিস ডক্টরস ফোরাম (Service Doctors Forum)। পুরো ভোট প্রক্রিয়া বাতিলের দাবিও জানিয়েছে তারা। তবে এদিন জয়ের পর তৃণমূল সমর্থিত প্যানেলের প্রার্থী তথা বিধায়ক সুদীপ্ত রায়ের দাবি, বিরোধী প্যানেল হেরে যাবে বুঝেই আগে থেকে নাটক শুরু করছে। বিধায়কের আরও অভিযোগ, ওরা নিজেদের হার নিশ্চিত জেনেই নির্বাচনের বাকি প্রক্রিয়া থেকে সরে এসেছে। সাধারণ মানুষের থেকে ওরা বিচ্ছিন্ন, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। সুদীপ্ত জানান, ‘জি’ ক্যাটাগরিতে (শিক্ষক ও চিকিৎসক চিকিৎসকদের গ্রুপ) আমরা আগেই জিতেছি। এইচ ক্যাটেগরি (এমবিবিএস চিকিৎসক ও গ্রাজ্যুয়েট)-তেও আমরা অনেক ভোটের ব্যবধানে জিতলাম।

তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে রবিবার বিধাননগর দক্ষিণ থানায় (South Bidhannagar Police Station) অভিযোগ দায়ের করেছে বিরোধী জয়েন্ট প্লাটফর্ম অব ডক্টরস। কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt) জমা দেওয়া হয়েছে রিট পিটিশনও (Writ Petition)। এদিন থানার সামনে স্লোগান দেওয়ার পাশাপাশি রিটার্নিং অফিসারকে গ্রেফতারের দাবি জানান জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস-এর সদস্যরা।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version