পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের, বিরাট-রোহিতদের শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

বিরাট কোহলি হার না মানা ইনিংসের সৌজন্যে রবিবার পাকিস্তানকে ৪ উইকেটে হারায় রোহিত শর্মার দল।

রবিবার মেলবোর্নে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। ম‍্যাচের শেষ বল পযর্ন্ত চলে রুদ্ধশ্বাস লড়াই। বিরাট কোহলি হার না মানা ইনিংসের সৌজন্যে রবিবার পাকিস্তানকে ৪ উইকেটে হারায় রোহিত শর্মার দল। আর পাকিস্তানের বিরুদ্ধে এই অসাধারণ জয়ের জন্য ভারতকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিন টুইটারে মুখ্যমন্ত্রী লিখেন, “পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে আন্তরিক অভিনন্দন। আমাদের ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার মতো ছিল। আগামী দিনেও দলের জয়ের ধারা অব্যাহত থাকুক।”

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৫৯ রান করে পাকিস্তান। জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় ভারতীয় দল। সৌজন্যে বিরাট কিং কোহলির অপরাজিত ৮২ রানের ইনিংস।

আরও পড়ুন:বিরাট প্রশংসায় রোহিত, কাঁধে তুলে নিলেন কোহলিকে, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

Previous articleদীপান্বিতার আরাধনায় ব্যস্ত রাজধানী, দিল্লির কালী মন্দির জুড়ে আলোর রোশনাই
Next articleমেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে দীপাবলির রোশনাই, সবুজ ঝড়ে উৎসবের ছোঁয়া