Friday, August 22, 2025

সোমবার সাতসকালে সল্টলেকের (Salt Lake) বৈশাখী বাজারে (Baisakhi Market) দুর্ঘটনা। এদিন মাছ বাজারের দোকানগুলির ওপর অ্যাসবেস্টসের ছাউনি (Asbestos canopies) ভেঙে আহত হলেন ৬ জন। রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সিত্রাং (Sitrang)। সোমবার সকাল থেকেই তার প্রভাব প্রত্যক্ষ করছে কলকাতা সহ রাজ্যবাসী। শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া। আর সেই হাওয়ার দাপটে সোমবার সাতসকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাছ বাজারের অ্যাসবেস্টেসের ছাউনি। ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে (Bidhan Nagar Subdivisional Hospital) নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার (Primary Treatment) পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এদিন সকাল সাড়ে আটটা নাগাদ বৈশাখী বাজারে দুর্ঘটনাটি ঘটে। আহতরা সকলেই বৈশাখী বাজারের মাছবিক্রেতা বলেই খবর। দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে খবর, সোমবার স্থানীয়দের কয়েকজন সেখানে বাজার করতে এসেছিলেন। আচমকাই ঘটে যায় দুর্ঘটনা। দোকানদারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বাজারের দোকানগুলি খারাপ অবস্থায় পড়ে রয়েছে। দোকানগুলির পরিবর্তে তাঁদের বৈশাখী মলে দোকান দেওয়ার কথা থাকলেও এখনও তা দেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে খবর, বৈশাখী বাজারে একটি মাছ বাজার রয়েছে। সেখানে প্রতিদিনের মতো দোকানে বসেছিলেন মাছ ব্যবসায়ীরা। সকাল সাড়ে ৮টা নাগাদ ঝড়ো হাওয়ার দাপটে মাছ বাজারের অ্যাসবেস্টেসের ছাউনি ভেঙে পড়ে। ছাউনির নিচে ছিলেন বেশ কয়েকজন মৎস্য ব্যবসায়ী। তাদের মধ্যে অনেকেই লাফিয়ে পালিয়ে গেলেও বেশ কয়েকজন চাপা পড়েন। তড়িঘড়ি তাদের উদ্ধার করেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে এদিন দুর্ঘটনার ফলে কমপক্ষে ২০ থেকে ২২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version