নারীর শিকল ভাঙার গল্পই এবারের থিম টালিগঞ্জের কলাবাগান সর্বজনীন কালীপুজোর

টালিগঞ্জের (Tallyganj) কলাবাগান সর্বজনীন কালীপুজো (Kali Pujo) এই বছরে ৬৬ বছরে পা দিল। তাদের এবারের থিম ‘বাংলা চলচ্চিত্রে শিকল ভাঙার গল্প’। মূলত নারীদের মুক্তির বিষয় নিয়ে বাংলা ছবি পোস্টার দিয়েই সাজানো হয়েছে পুজো মণ্ডপ।

কয়েক দশক আগে নারীদের যে ভাবে সমাজের চাপে প্রায় গৃহবন্দি করে রাখা হত, শিক্ষা, সংস্কৃতি, কর্মক্ষেত্র থেকে দূরে করে রাখার চেষ্টা হত। সমাজের সেই প্রথা ভেঙে যে সব গল্পকে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছিল সেটাই এবারের থিম। এই পুজোটি আয়োজন করেছে কলাবাগান নব স্পোর্টিং ক্লাব। ২৩ তারিখ এই পুজোর উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদার। ছিলেন পুজো কমিটির পক্ষে ভাইস চেয়ারম্যান শুভ্রেন্দু রায়, সভাপতি আনন্দ বসু, সহসভাপতি ইন্দ্রনীল গঙ্গোপাধ্যায় ও কৌস্তভ ঘোষ, যুগ্ম সম্পাদক তপন নাথ ও তুফান আলি, কোষাধক্ষ অনিন্দ্য সেনগুপ্ত ও সদস্য ঈশানজিৎ গঙ্গোপাধ্যায়। বিশাল আপনার নতুনত্বের পাশাপাশি এই পুজোতে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

আরও পড়ুন- বাড়ির পুজোর মধ্যেও সিত্রাং- নজর, নিরাপদ স্থানে থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

 

 

Previous articleবাড়ির পুজোর মধ্যেও সিত্রাং- নজর, নিরাপদ স্থানে থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর
Next articleশিকাগোয় কার রেসিং প্রতিযোগিতায় চলল গুলি! মৃ*ত ৩