Friday, January 2, 2026

চার্লস সাক্ষাতে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করলেন ঋষি

Date:

Share post:

ব্রিটেনের(Britain) পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নাম চূড়ান্ত হয়ে গিয়েছিল গতকালই। এরপর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন ঋষি সুনাক(Rishi Sunak)। প্রথম এনে এদিন বাকিংহাম প্যালেস(Bakingham Palace) নয়া প্রধানমন্ত্রীকে ব্রিটেনের দায়িত্ব অর্পণ করেন রাজা তৃতীয় চার্লস(Third Charles)। ব্রিটেনের সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে হয় দীর্ঘ আলাপ-আলোচনা।

সৌজন্য সাক্ষাতের জন্য এদিন সকালেই বাকিংহ্যাম প্যালেসে পৌঁছে গিয়েছিলেন সুনাক। সেখানে প্যালেসের ১৮৪৪ নং ঘরে এদিন রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাত্‍ হয় নয়া প্রধানমন্ত্রীর । বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস আগেই তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন রাজা তৃতীয় চার্লসকে। এদিন সুনাক সরকারিভাবে দায়িত্বগ্রহণের আগে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তাঁর মন্ত্রিসভার শেষ বৈঠকটি সারেন ট্রাস। যেখানে তিনি জানান, অর্থনীতির বেহাল দশা সত্ত্বেও মাত্র ৪৫ দিনের মেয়াদকালে তাঁর সরকার দেশের খেটে খাওয়া পরিবার এবং দেউলিয়া হতে বসা কোম্পানিগুলোকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা চালিয়ে গিয়েছে।

পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটেনের শীর্ষ আসনে বসে প্রথম ভাষণে সুনাক বলেন, দেশের কঠিন সময় তিনি দায়িত্বভার গ্রহণ করলেও পরিস্থিতি সামাল দিতে একেবারেই ভীত নন। আগামী ভবিষ্যতের কথা ভেবে দেশকে নেতৃত্ব দিতে তিনি প্রস্তুত। তাঁর কথায়, “দেশের অর্থনীতিকে স্থায়ীকরণ করা এবং তাতে আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই আমাদের সরকারের লক্ষ্য। মুখের কথায় নয়, দেশের মানুষকে আমি একত্রিত করব আমার কাজ দিয়ে। আপনাদের জন্য দিন-রাত লড়ে যাব আমি।”

spot_img

Related articles

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...