Friday, January 16, 2026

বছরের শেষ সূর্যগ্রহনের সাক্ষী রইল দেশ, কলকাতায় দৃশ্যমান মাত্র ১১ মিনিট

Date:

Share post:

দেশজুড়ে কার্যত দৃশ্যমান বছরের শেষ সূর্যগ্রহণ (Solar Eclipse)। শুধু ভারতেই (India) নয় ইউরোপ, আফ্রিকা থেকেও দৃশ্যমান হল সূর্যগ্রহণের (Solar Eclipse) খন্ড চিত্র। সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল হল দেশের বিভিন্ন প্রান্ত থেকে তোলা গ্রহণের নানা দৃশ্য।

বাংলা থেকে বিহার, বেঙ্গালুরু থেকে বর্ধমান, আগ্রা হোক বা দেরাদুন – সর্বত্র গ্রহণের টুকরো ছবি উঠে এল ক্যামেরাবন্দি হয়ে। ২৭ বছর আগে, ১৯৯৫ সালে কালীপুজোর পর দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেছিল বাঙালি। দেখা মিলেছিল, হীরের আংটিরও। এ বার ফের কালীপুজোর পর দিন সূর্যগ্রহণ। দুপুরের পর গ্রহণ শুরু হয়। সূর্যাস্তের সময়ে গ্রহণ কিছুক্ষণের জন্য দৃশ্যমান হয় কলকাতায়। মঙ্গলবারের গ্রহণ খণ্ডগ্রাস হওয়ায় সূর্য পুরোপুরি আড়ালে চলে যায় নি। ভারতের উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে খুব স্পষ্ট গ্রহণ দেখা গেছে বলে জানা যাচ্ছে। ভারতীয় সময় অনুযায়ী, গ্রহণ শুরু হয় মঙ্গলবার দুপুর ২টো ২৯ মিনিট নাগাদ সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গ্রহণ শেষ হয়। অর্থাৎ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ প্রায় ৪ ঘণ্টা ৩ মিনিট সময় ধরে চলে। কলকাতার অবশ্য খুব বেশি সময়ের জন্য গ্রহণ দেখা যায়নি। বিকেল ৪টে ৫২ মিনিট থেকে শুরু হয়ে গ্রহণ শেষ হয় ৫টা ৩ মিনিটে। হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, লখনউ, কানপুর, নাগপুর, বিশাখাপত্তনম, পাটনা, ম্যাঙ্গালোর, কোয়েম্বাটুর, উটি, বারাণসী এবং তিরুবনন্তপুরমে যথেষ্ট দৃশ্যমান হয়েছিল গ্রহণ। ভারতের বাকি শহরের তুলনায় সূর্যগ্রহণ সবচেয়ে বেশি স্থায়ী হয় গুজরাতের দ্বারকায়। ভারত ছাড়া ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, এশিয়ার পশ্চিম অংশে, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং ভারত মহাসাগরের উত্তর ভাগে এই সূর্যগ্রহণ গ্রহণ দেখা গেছে।

 

spot_img

Related articles

বেতন কমাচ্ছে একাধিক দল, আইএসএল ছাড়লেন শেষ মরশুমের সর্বোচ্চ গোলদাতাই

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়েছে। কিন্তু ফর্ম্যাট বা সূচি ঘোষণা করতে এখনও পারেনি ফেডারেশন। ফলে ভারতীয় ফুটবলের উপর ভরসা...

সুপ্রিম নির্দেশে মিটছে রাজ্যের স্থায়ী উপাচার্য সমস্যা

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য (Vice Chancellor) নিয়োগকে কেন্দ্র করে অবসান হতে চলেছে জটিলতার। শীর্ষ...

কোন কোন OBC শংসাপত্র গ্রহণযোগ্য? বিজ্ঞপ্তি জারি

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় OBC শংসাপত্রের বৈধতা সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। কলকাতা হাই কোর্টের (Calcutta High...

সামান্য তুলোতেই উঠে গেল ভোটের কালি! মহারাষ্ট্র পুরনিগম নির্বাচনে তবু পুনর্নির্বাচন নয়

নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ। ফল ঘোষণার প্রস্তুতি মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশনের। অথচ এরপরেও মিলল না ভোটের কালি (indelible...