একঘণ্টা পরেও স্বাভাবিক নয় হোয়্যাটসঅ্যাপ পরিষেবা

হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে বিপত্তি। সমগ্র দেশজুড়ে বন্ধ রয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। একঘণ্টার বেশি সময় ধরে কাজ করছে না হোয়াটসঅ্যাপ। শুধুমাত্র ভারতেই নয়। ভারত ছাড়াও বিশ্বের বেশ কিছু দেশেও হোয়াটসঅ্যাপ পরিষেবা ডাউন রয়েছে বলে জানা গিয়েছে।ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আরও পড়ুন:দেশজুড়ে ব্যাহত হোয়াটসঅ্যাপ পরিষেবা

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর ১২.৩০ নাগাদ হঠাৎ কাজ বন্ধ করে দেয় হোয়াটসঅ্যাপ।গ্রাহকদের অভিযোগ, তাঁরা মেসেজ পাঠাতে সমস্যায় পড়ছেন। আবার কেউ কেউ বলছেন, সার্ভার ডিসকানেক্টের সমস্যা হচ্ছে।জানা গেছে, কয়েক মিনিটের মধ্যেই ভুড়ি ভুড়ি গোলমালের অভিযোগ জমা পড়েছে।তবে, আচমকাই হোয়্যাটসঅ্যাপ পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ইউজাররা।