দেশজুড়ে ব্যাহত হোয়াটসঅ্যাপ পরিষেবা

যাচ্ছে না মেসেজ। আসছেও না কোনও বার্তা। কালীপুজোর ঠিক পরের দিনই ভারতের বিভিন্ন প্রান্তে বিভ্রাটের মুখে পড়ল হোয়্যাটসঅ্যাপ। এমনই তথ্য় উঠে এসেছে ডাউন ডিটেক্টরের তথ্যে।

আরও পড়ুন:হোয়াটসঅ্যাপেই ডাউনলোড করা যাবে গুরুত্বপূর্ণ নথি, জেনে নিন পদ্ধতি 
মঙ্গলবার দুপুরে আচমকাই স্তব্ধ হয়ে যায় WhatsApp পরিষেবা। ইতিমধ্যেই দেশজুড়ে WhatsApp বন্ধ থাকার খবর আসতে শুরু করেছে। দুপুর সাড়ে ১২টা নাগাদ থেকেই গোটা দেশ থেকে WhatsApp পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার রিপোর্ট আসতে শুরু করে। যদিও কেন হঠাৎ পরিষেবা স্তব্ধ হল জানা যায়নি। এই রিপোর্ট প্রকাশের সময় পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি।সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই আধঘণ্টা ধরে বন্ধ রয়েছে পরিষেবা। তবে কখন স্বাভাবিক হবে পরিষেবা, সে সম্পর্কে কিছুই জানানো হয়নি।

Previous articleআদালতে মহিলা আইনজীবীদের চুল ঠিক করায় জারি নিষেধাজ্ঞা, ব্যাপক বিতর্ক
Next articleবাংলাদেশি সন্দেহে শিশুসন্তান সহ বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার দম্পতি