উৎসবের মাঝেই দুর্ঘটনা, হাওড়ায় রান্নার গ্যাস সিলিন্ডার বি*স্ফোরণে অগ্নিদগ্ধ শিশু-সহ ১১

বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) আসার পরেই বিপত্তি। সিলিন্ডার ফেটে হাওড়া (Howrah) শ্যামপুরের আড়গোড়িতে অগ্নিদগ্ধ শিশু-সহ ১১। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটিও। আহতদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার আড়গোড়ির বাসিন্দা অশোক মণ্ডলের বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার আসে। অভিযোগ ডেলিভারি ম্যান সিলিন্ডার দিয়ে যাওয়ার পরেই গ্যাস লিক করতে শুরু করে। সিলিন্ডার সরিয়ে রাখলেও পরে কোনওভাবে সিলিন্ডারটিতে আগুন লেগে বি*স্ফোরণ হয়। বাড়িতে থাকা পাঁচজন অগ্নিদগ্ধ হন। তাঁদের রক্ষা করতে গিয়ে আহত হন আরও ছয়জন।‌ বাড়ির কাছের একটি পুকুর থেকে জল এনে আগুন নেভান প্রতিবেশীরা। দুজনের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর।