Thursday, November 13, 2025

স্কুলে স্কুলে পড়ুয়াদের পার্লামেন্ট ! নয়া গাইডলাইন জারি শিক্ষা দফতরের

Date:

নতুন ক্লাসে উঠলেই স্কুলে স্কুলে গ্রাজুয়েশন সেরেমনি (Graduation Ceremony) পালনের খবর আগেই পৌঁছেছিল। এবার সেই সুখবরের তালিকায় যুক্ত হল নয়া গাইডলাইন (New Guidelines) । এবার রাজ্য জুড়ে স্কুলে স্কুলে ‘শিশু সংসদ’ (Children’s Parliament) তৈরির কথা ঘোষণা করল রাজ্য স্কুল শিক্ষা দফতর (Department of School Education)।

৫ নভেম্বর নবান্নে মুখোমুখি হতে পারেন মমতা-অমিত শাহ

পড়াশনার প্রতি এবং স্কুলের প্রতি পড়ুয়াদের ঝোঁক বাড়াতে এর আগেও একাধিক পদক্ষেপ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে গ্রাজুয়েশন সেরেমনির (Graduation Ceremony) নয়া নির্দেশিকা। মঙ্গলবার এই খবর প্রকাশ্যে আসার পর বুধবার শিশু সংসদ নিয়ে নয়া গাইড লাইন প্রকাশ। রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, শিশু সংসদের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা স্কুলের ম্যানেজমেন্ট, উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে নিজেদের মতামত জানাতে পারবে। শিশু সংসদের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে কাদের ভবিষ্যতে নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে সেটাও বোঝা যাবে। যা কিনা ভবিষ্যতে রাজ্যের জন্য বেশ মূল্যবান বলেই প্রমাণিত হবে বলে বিশ্বাস শিক্ষা দফতরের। যত দ্রুত সম্ভব এই নির্দেশিকা স্কুলে পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত ছাত্রছাত্রীরা এই শিশু সংসদে যোগ দিতে পারবেন। শিশু সংসদে স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, খাদ্য মন্ত্রীর মতো পদও রাখা হবে। শিশু সংসদের সভাপতি হবে স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এই শিশু সংসদের কী কাজ হবে স্কুলে স্কুলে তার জন্য আট দফা গাইডলাইন দেওয়া হবে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে।

প্রসঙ্গত শিক্ষা দফতরের তরফে যে ১৩ দফা গাইডলাইন পাঠানো হয়েছে সেখানে পড়ুয়াদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্ক নিবিড় করার দিকেই বেশি জোর দেওয়া হয়েছে। সেখানে স্কুলের বিভিন্ন কাজকর্মের সঙ্গে ছাত্র শিক্ষক বন্ধনকে মজবুত করার কথাও স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে। শিক্ষাবিদদের একাংশ মনে করছেন এই অভিনব উদ্যোগে রাজ্যজুড়ে শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে পড়ুয়া সহ অভিভাবকদেরও।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version