Thursday, August 28, 2025

NEET – এ এগিয়ে আসছে রাজ্যের উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। যদিও এখনও CBSE-র পড়ুয়ারা এগিয়ে। কিন্তু উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে থাকা স্কুলগুলির পড়ুয়ারাও দ্রুত নিজেদের জায়গা তৈরি করছে। গত কয়েক বছর ধরেই এই সাফল্য নজরে আসছে এ বছর হারটা অনেক বেশি।

সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদারের (Avik Majumder) মতে, নতুন সিলেবাস তৈরি হয়েছে ২০১৩ থেকে। সেই সিলেবাস (Syllabus) অনুযায়ী লেখাপড়া করার ফলেই সাফল্য আসছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলায় লেখার সুবিধা। এতদিন ধরে ইংরেজিতে উত্তর দিতে হতো পরীক্ষার্থীদের। সেখানে অনেক সময় সমস্যা দেখা দিত। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, বাংলায় উত্তর লেখা যাচ্ছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানান, CBSE-র পড়ুয়াদের সঙ্গে উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের পার্থক্য কমিয়ে আনার নিরন্তর চেষ্টা করা হচ্ছে। উচ্চমাধ্যমিকের বিজ্ঞান এবং অঙ্কের সিলেবাসে পরিবর্তন করা হচ্ছে। এইসব কারণেই সাফল্যের হার বাড়ছে বাংলার পড়ুয়াদের।

একনজরে ২০২২-এর NEET রিপোর্ট কার্ড-


বাংলার পড়ুয়াদের মেধা যথেষ্ট বেশি- এ কথা মানেন প্রায় সবাই। তবে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে অনেক সময়ই কিছুটা পিছিয়ে পড়তে দেখা যায় তাদের। বাম আমলে দীর্ঘদিন ধরে পুরনো সিলেবাসে লেখাপড়া করার ফলেই এই সমস্যা দেখা দিয়েছিল বলে অভিযোগ। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে সিলেবাসেও পরিবর্তন করা হয়েছে। সেটাকে করা হয়েছে জাতীয় স্তরের। এর ফলেই সর্বভারতীয় ক্ষেত্রের পরীক্ষায় সাফল্য পাচ্ছে বাংলার পড়ুয়ারা। রাজ্যের শিক্ষার মানোন্নয়নে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version