Wednesday, November 12, 2025

ঘৃণামূলক বক্তব্যের জেরে ৩ বছরের সাজা সপা নেতা আজম খানের

Date:

হেট স্পীচ(hate speech) বা ঘৃণামূলক ভাষণের জন্য বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হওয়ার পর এদিনই সজাগ ঘোষণা করা হলো সমাজবাদী পার্টির নেতা আজম খানের(Azam Khan)। উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রভাবশালী ওই সমাজবাদী(SP) নেতাকে তিন বছরের জেল ও ২০০০ টাকা জরিমানা করেছে উত্তর প্রদেশের(Uttar Pradesh) এক আদালত।

আজম খানের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আইএএস অফিসার অঞ্জনেয়া কুমারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তৃতা দিয়েছিলেন তিনি। তার দাবি ছিল, প্রধানমন্ত্রী মোদি সারা দেশে এমন এক বাতাবরণ তৈরি করেছেন, যেখানে মুসলিম সম্প্রদায়ের পক্ষে অস্তিত্ব রক্ষাই কঠিন হয়ে পড়েছে। আজম খানের বক্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে দায়ের হয় মামলা। এই মামলাতেই এবার কড়া পদক্ষেপ নিল আদালত।

প্রসঙ্গত, গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার এবং দিল্লি, উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ডের রাজ্য সরকারকে হেট স্পিচের অপরাধের মামলায় কঠোর পদক্ষেপ করতে বলেছিল। এই বিষয়ে দেরি করা হলে, তা আদালত অবমাননার সামিল বলে ধরা হবে। শীর্ষ আদালতের নির্দেশমতো উত্তরপ্রদেশের প্রভাবশালী এই সপা নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হল। অবশ্য আগে জমি দখলের এক মামলায় প্রায় দুই বছর ধরে সীতাপুর জেলা কারাগারে বন্দি ছিলেন আজম। উল্লেখ্য, তিন বছরের জন্য কারাদণ্ড হওয়ার ফলে, উত্তর প্রদেশ বিধানসভার সদস্যপদও হারাবেন তিনি।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version