Thursday, November 6, 2025

৬ বছর পর মমতার কালীঘাটের বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিলেন মুকুল

Date:

মাঝে করোনা পর্বের দু’বছর বাদ দিলে প্রতিবছরই কালীঘাটের বাড়িতে ভাইফোঁটার আয়োজন করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁর দলের নেতাদেরও ভাইফোঁটা দেন মমতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফোঁটা নিতে যান দেখা যায়, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, সুব্রত বক্সি, বিধায়ক নির্মল মাজিরা।

তবে খুব তাৎপর্যপূর্ণভাবে এবারও বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে কালীঘাটে ফোঁটা নিতে যান শোভন চট্টোপাধ্যায়। তবে এদিন সকলের নজর কেড়েছেন মুকুল রায়। প্রায় ৬ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাইফোঁটা নিতে এলেন একসময়কার তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। দলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের কালীঘাটে উপস্থিতি তৃণমূলের অন্দরে রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

২০২১ সালে বিধানসভা ভোটের পর বিজেপি শিবির ত্যাগ করে ফের তৃণমূলের বৃত্তে দেখা গিয়েছিল মুকুল রায়কে। মাঝে অসুস্থ থাকার কারণে সেভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি মুকুল রায়কে। তবে এখন আগের থেকে অনেকটাই সুস্থ তিনি। বিজয়া দশমীর পর একদিন কালীঘাটে গিয়ে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ছিলেন মুকুল রায়। এবার ভাইফোঁটায় গেলেন তিনি। এর আগে শেষবার ২০১৬ সালে গিয়েছিলেন ভাইফোঁটায়।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভাইফোঁটা উপহার পাঠিয়েছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা রাজা অনন্ত মহারাজকে। তাঁর উপহার নিয়ে গিয়েছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। উপহার পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অনন্ত মহারাজ। এই বিষয়টিও খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version