Thursday, August 28, 2025

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান মঙ্গলবার তার প্রতিক্ষীত লং মার্চের তারিখ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এই লং মার্চ ২৮ অক্টোবর শুক্রবার থেকে শুরু হবে।

লাহোরে মুখ্যমন্ত্রীর বাসভবনে এক সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ঘোষণা করেন। তিনি বলেন, এই লং মার্চ শুরু হবে লাহোরের লিবার্টি চক থেকে স্থানীয় সময় সকাল ১১টায়। পিটিআই প্রধান এই লং মার্চকে ‘ফার অ্যাবাভ’ রাজনীতি উল্লেখ করে বলেছেন, এই লং মার্চ জিহাদে রুপ নিতে পারে।

কারণ , তিনি মনে করেন পাকিস্তানের জনগণের জন্য পক্ষ বেছে নেওয়ার এটাই উপযুক্ত সময়। তিনি বলেন, ‘এই লং মার্চের মধ্য দিয়ে প্রমাণিত হবে জনগণ চোরদের দাসত্ব করতে চায়, নাকি করতে চায় না। আমাদের এই মার্চ ‘হাকিকি আজাদীর’ জন্য এবং এজন্য সময় বেঁধে দিতে হবে না।

আমরা জিটি রোড থেকে ইসলামাবাদে পৌঁছাব এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও লোকজন ইসলামাবাদে আসবেন। এ ব্যাপারে সরকার তাকে সতর্ক করেছে উল্লেখ করে বলেছেন, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন জেইউআই-এফ প্রধান মওলানা ফজলুর রেহমান, পিএমএল-এনের মরিয়ম নেওয়াজ এবং পিপিপির বিলওয়াল ভূট্টো-জারদারি দুটি লং মার্চ করেছে।

তিনি বলেন, ‘তখন তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে অগ্রাহ্য করেছেন। পিটিআইয়ের এই লং মার্চ আটকে দিতে সরকার সুপ্রিম কোর্টে গেছেন। কিন্তু উচ্চাদালত সরকারের আবেদন নাকচ করে দেন।
উচ্চাদালতে যাওয়ার আগে সরকার বেশ কয়েকবার পিটিআই প্রধানকে লং মার্চ নিয়ে সতর্ক করেছে। একজন কর্মকর্তা বলেছেন, পিটিআই প্রধান যদি আবারও লং মার্চ ঘোষণা করেন তাহলে সরকার ২৫ মে’র নীতি প্রয়োগ করবে পিটিআই দলের উপর।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version