Tuesday, November 4, 2025

‘ইস্টবেঙ্গল ভালো দল, তবে আমরাও তৈরি’ : জুয়ান ফেরান্দো

Date:

শনিবার বড় ম‍্যাচ। আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ২০২২-২৩ আইএসএলের প্রথম ডার্বি। জোর কদমে প্রস্তুতিতে এটিকে মোহনবাগান। শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিততে মরিয়া বাগান ব্রিগেড। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন বাগান কোচ জুয়ান ফেরান্দো।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে ফেরান্দো বলেন, “আমার দল আত্মবিশ্বাসী। আগামিকাল আমাদের কাছে সুযোগ থাকবে তিন পয়েন্ট পাওয়ার। আমার কাছে সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় হল খেলায় জায়গা তৈরী করা। এবং সেই জায়গাকে কাজে লাগিয়ে বিপক্ষের বক্সে ক্রমাগত আক্রমন করা। আমরা জয়ের জন‍্যই ঝাপাব।”

শেষ ম‍্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। এদিন প্রতিপক্ষের প্রশংসাও শোনা গেল বাগান কোচের গলায়। জুয়ান বলেন, “ইস্টবেঙ্গল দলের রক্ষণ ভাগ খুব ভাল, তাদের অভিনন্দন । তবে আমার দল যদি ঠিকঠাক বল নিয়ে এগোতে পারে তাহলে তারা ঠিক জায়গা তৈরি করতে পারবে। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই। আমি আমার দলের উপর সম্পূর্ণ আস্থা রাখি এবং বিশ্বাস করি আমার ফুটবলারদের।”

ইস্টবেঙ্গলের হয়ে নজর কেড়েছেন ক্লেইটন সিলভা। তাকে নিয়ে তো আলাদা পরিকল্পনা থাকবেই। ক্লেইটন নিয়ে বাগান কোচ বলেন,” সিলভাকে আটকানোর দায়িত্ব শুধু আমার একার নয়, পুরো দলের। আমরা দলগত খেলি। ইস্টবেঙ্গল দলও দল হিসেবেই খেলবে। সিলভা ভালো ফুটবলার।”

এদিকে আগামিকাল বড় ম‍্যাচ দেখতে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের সামনে নিজেদের ভালো পারফরম্যান্স দিতে মরিয়া বাগান অধিনায়ক প্রীতম কোটাল। তিনি বলেন,”আমরা গত এক সপ্তাহে ভাল পরিশ্রম করেছি। সেই পরিশ্রম যদি মাঠে সফল করতে পারি তাহলে ভাল ফলাফল হবে সৌরভ গঙ্গোপাধ্যায় সামনে। ”

আরও পড়ুন:‘মোহনাবাগানকে সম্মান করি, তবে আমরা তাদের ভয় পাইনা’ : স্টিফেন

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version