Thursday, August 21, 2025

এবার ২৬ জানুয়ারি দিল্লির রাজপথের কুচকাওয়াজে বাংলার থিম ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত দুর্গাপুজো

Date:

Share post:

কলকাতার তথা বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত সাংস্কৃতিক ও হেরিটেজ ঐতিহ্য। করোনা মহামারি কাটিয়ে তাই এবার ধুমধাম শারদীয়া উৎসব পালন করেছে আপামর বাঙালি। একমাসব্যাপী এই উৎসবের এখন সমাপ্তি লগ্ন। দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য সরকারের তরফেও বিশেষ আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কলকাতার পুজো কমিটিগুলিকে নিয়ে ঐতিহাসিক পদযাত্রা করেছেন,ঠিক একইভাবে রেড রোডে হয়েছে বিসর্জন কার্নিভাল। দুটি ক্ষেত্রেই উপস্থিত ছিলেন ইউনেস্কোর প্রতিনিধিরা।

শুধু এই বাংলা নয়, শুধু দেশ নয়। আন্তর্জাতিক গণ্ডি পেরিয়ে বিশ্বের বুকে সমাদৃত কলকাতার দুর্গাপুজো। বিভিন্ন দেশের প্রতিনিধিরা শারদোৎসবের আয়োজন দেখে মুগ্ধ। সেই মুগ্ধতার রেশ এবার ছড়িয়ে পড়বে আগামী ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে।

সূত্রের খবর, ২০২৩ সালে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলোর থিম ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত “কলকাতার দুর্গাপুজো”। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ কথা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রককে ইতিমধ্যে চিঠিও পাঠিয়েছে নবান্ন।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে প্যারিসে বসেছিল ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্ট কমিটির ১৬তম অধিবেশন। সেখানে কলকাতার দুর্গাপুজোকে “ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি” তালিকাভুক্ত করা হয়। বিগত বছরগুলিতে দুর্গাপুজো ঘিরে রাজ্যের একাধিক কর্মসূচি এবং বিভিন্নভাবে সরকার উৎসবের পাশে থাকায় এই স্বীকৃতি মিলেছে বলে দাবি রাজ্যের। বৈঠক করে মুখ্যমন্ত্রী নিজেই এবারের ট্যাবলোর থিমের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন:Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...