টি-২০ বিশ্বকাপে ছন্দ পেতে কী করেছেন ভুবনেশ্বর কুমার? জানালেন নিজেই

এখানেই না থেমে ভুবি আরও বলেন,"আমি এই প্রতিযোগিতায় ভালো ফল করার জন্যই মুখিয়ে ছিলাম।

এশিয়া কাপের ব‍্যর্থতা কাটিয়ে টি-২০ বিশ্বকাপে নিজের চেনা ছন্দে ভুবনেশ্বর কুমার। টি-২০ বিশ্বকাপের শেষ দুই ম্যাচে মোট ৭ ওভার বল করেছেন ভুবি। এরমধ্যে বিপক্ষকে ৩১টি ‘ডট বল’ উপহার দিয়েছেন তিনি। নিজের ছন্দ নিয়ে এবার মুখ খুললেন ভুবি। বললেন, টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগেই আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলে গিয়েছিলাম।

এদিন ভুবনেশ্বর কুমার বলেন,” টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগেই আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলে গিয়েছিলাম। কারণ সোশ্যাল মিডিয়ার জন্য অনেকের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তাই এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। ফলে কে আমার সম্পর্কে কী লিখছেন সেটা জানতেই পারিনি।”

এখানেই না থেমে ভুবি আরও বলেন,”আমি এই প্রতিযোগিতায় ভালো ফল করার জন্যই মুখিয়ে ছিলাম। আর সেটাই প্রতি ম্যাচে করতে চাই। প্রচারমাধ্যম, ধারাভাষ্যকাররা অনেক কিছুই বলবেন, লিখবেন। তবে আমি ইতিবাচক কিংবা নেতিবাচক প্রচারকে গুরুত্ব দিতে রাজি নই।”

আরও পড়ুন:‘ডার্বি কঠিন ম‍্যাচ, কোন পেপটক কাজে দেয় না’ : দেবাশিস দত্ত

 

Previous articleএবার ২৬ জানুয়ারি দিল্লির রাজপথের কুচকাওয়াজে বাংলার থিম ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত দুর্গাপুজো
Next articleশহুরে নকশালের পর মোদির মুখে এবার ‘কলমধারী মাওবাদী’, তুলনা বন্দুকধারীদের সঙ্গে