Thursday, August 21, 2025

এবার “স্কচ” পুরস্কার পেল মমতার স্বপ্নের প্রকল্প “লক্ষ্মীর ভান্ডার”, টুইটে সুখবর জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ফের পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) মুকুটে সাফল্যের নতুন পালক। রাজ্য সরকারের নারী ও শিশুকল্যাণ বিভাগে “স্কচ” পুরস্কার (Skoch Award) পেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাধের “লক্ষ্মীর ভান্ডার” প্রকল্প। টুইট করে নিজেই এমন সুখবর জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী(CM)। পুরস্কৃত হওয়ার পর টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, “নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। আমি গর্বিত। নারীদের ক্ষমতায়নকে আমরা বরাবরই অগ্রাধিকার দিয়েছি। এই পুরস্কার শুধু সরকারেরই স্বীকৃতি নয়, পশ্চিমবঙ্গের ১.৮ কোটি মহিলারও স্বীকৃতি।”

একুশের বিধানসভা নির্বাচনে প্রচার ও দলীয় ইস্তাহারে “লক্ষ্মীর ভান্ডার” প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন কথা তেমন কাজ। ২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় এসে ইস্তাহারে প্রদত্ত প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে মেনে “লক্ষ্মীর ভান্ডার”প্রকল্পটি চালু করেছিল তৃণমূল সরকার। যা অল্পদিনের মধ্যেই জনপ্রিয় হয়েছিল।

মূলত রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে “লক্ষ্মীর ভান্ডার” প্রকল্পের মধ্যে দিয়ে সাম্মানিক চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যে মহিলাদের নিজের রোজগার নেই, অথবা হাড়ভাঙা পরিশ্রমের পর দিনের শেষে সামান্য কিছু রোজগার যাঁদের, এই প্রকল্পের মাধ্যমে তাঁদের হাতে পাঁচশো/হাজার টাকা তুলে দেওয়া হয় প্রতি মাসে ব্যাঙ্কের মাধ্যমে। সেই প্রকল্পই এবার স্বীকৃতি পেয়েছে।

প্রসঙ্গত, শিল্প, বাণিজ্য, অর্থনীতি, প্রযুক্তি এবং সামাজিক ক্ষেত্রে উৎকর্ষের জন্য প্রতি বছরই সরকারি ও বেসরকারি সংস্থাকে পুরস্কৃত করে দেশের অন্যতম থিঙ্কট্যাঙ্ক সংস্থা “স্কচ গ্রুপ”। এর আগেও পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সামাজিক প্রকল্পে স্বীকৃতি পেয়েছে “স্কচ গ্রুপ”-এর তরফে। এ বছরই শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য “স্কচ” পুরস্কার পেয়েছে রাজ্য সরকার। এ ছাড়াও পর্যটন দফতর পেয়েছে “স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ডস” (Skoch Golden Award) ! শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও পুরস্কৃত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত রাজ্য সরকারের একাধিক সামাজিক প্রকল্প।

 

spot_img

Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...