Saturday, November 8, 2025

দুয়ারে সরকারে সুষ্ঠুভাবে সরকারি প্রকল্প-পরিষেবা পৌঁছতে হবে: নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

দুয়ারে সরকার শিবির থেকে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা যাতে সুষ্ঠুভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছয় সে বিষয়ে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিল নবান্ন। শনিবার, পঞ্চম দফার দুয়ারে সরকার কর্মসূচির প্রস্তুতি নিয়ে নবান্ন (Nabanna) থেকে সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল (Virtual) বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)।

কী কী নির্দেশ বৈঠকে-

• প্রতিটি শিবিরে পরিষেবা দেওয়ার উপযুক্ত পরিকাঠামো প্রস্তুত রাখতে হবে।
• পাহাড়ি এলাকা, সুন্দরবনের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে ভ্রাম্যমাণ শিবিরের আয়োজন করতে হবে।
• বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য শিবিরগুলিতে রাম্প তৈরি করতে হবে।

মঙ্গলবার, থেকে রাজ্যে শুরু হচ্ছে একমাসব্যপী দুয়ারে সরকার (Duware Sarkar) কর্মসূচি। পঞ্চায়েত নির্বাচনের আগে সম্ভবত এটিই শেষ দুয়ারে সরকার শিবির। এইবার শিবিরগুলি থেকে সাতাশটি পরিষেবা মিলবে বলে আগেই জানিয়েছে রাজ্য সরকার। একইদিন থেকে স্থানীয় সমস্যার দ্রুত সমাধানে চালু হচ্ছে পাড়ায় সমাধান কর্মসূচিও।

এখনও পর্যন্ত রাজ্য জুড়ে প্রায় ৫ কোটি ৬০ লক্ষ মানুষকে দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে সুবিধা দেওয়া হয়েছে ৷ বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যের সাধারণ মানুষকে এক ছাতার তলায় দেওয়ার জন্য সরকার চালু করেছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্কেজ সহ সরকারের ২৫ টি প্রকল্পের সুবিধা মিলত, এবার থেকে তাও বেড়ে গেল।

পয়লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সব আবেদনপত্রের নিষ্পত্তিও করে দিতে হবে বলে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে রাজ্য। আগেই জানানো হয়েছে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংকিং সংক্রান্ত তথ্য, আধার সংক্রান্ত তথ্য, জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষি ও প্রাণী সম্পদ দফতরের কিষান ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর গুলির ক্রেডিট লিংক, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন-এর মতো পরিষেবাগুলি দুয়ারে সরকারের শিবির থেকে পাওয়া যাবে।

spot_img

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...