Friday, November 14, 2025

ডার্বিতে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর জনপ্রিয় সংলাপ নিয়ে বাগান সমর্থকদের খোঁচা লাল-হলুদ সমর্থকদের

Date:

শনিবার ছিল ২০২২-২৩ আইএসএল-এর প্রথম ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি। সেই ম‍্যাচে লাল-হলুদকে ২-০ গোলে হারায় সবুজ মেরুন ব্রিগেড। মাঠের লড়াইয়ে মোহনবাগানের সমর্থকেরা জিতলেও, গ‍্যালারির লড়াইয়ে জিতল ইস্টবেঙ্গল সমর্থকেরা। ডার্বি মানেই হাজার হাজার দর্শক। মাঠ ভর্তি স্টেডিয়াম। সেইখানে নিজেদের মনে কথা প্রকাশ করার জন‍্য সমর্থকেরা স্টেডিয়ামে নিয়ে আসেন নানান টিফো। শনিবারও ডার্বি দেখল এক অন‍্য টিফো। যেখানে লাল-হলুদ সমর্থকেরা খোঁচা দিলেন সবুজ মেরুন সমর্থকদের।

মোহনবাগান নামের আগে থেকে ‘এটিকে’ সরবে কি না তা সময় বলবে। মাঠের লড়াইয়ে হারলেও মাঠের বাইরে সবুজ-মেরুন সমর্থকদের ছেড়ে কথা বলছেন না ইস্টবেঙ্গল সমর্থকরা। রিমুভ এটিকে নিয়ে গ্যলারিতে টিফো নিয়ে সেই ‘এটিকে’ খোঁচা মোহনবাগান সমর্থকদের। দিনে দিনে জোরাল হতে থাকা রিমুভ এটিকে আন্দোলনের চাপ অনুভব করছেন কর্তারাও। এর মাঝেই ডার্বির গ্যালারিতে দেখা গেল টিফো। যেখানে কার্টুনের মাধ্যমে সবুজ মেরুন সমর্থকদের খোঁচা দেওয়ার চেষ্টা করল ইস্টবেঙ্গল সমর্থকেরা। ব্যবহার করা হল অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর জনপ্রিয় সংলাপ।

টিফোতে কী বার্তা দিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা?
বলা হয়েছিল, পুজোর আগেই না কি মোহনবাগানের সামনে থেকে এটিকে নাম উঠে যাবে। তবে তা আর হয়নি। সেই জন্যই ব্যঙ্গ করেছেন লাল-হলুদ সমর্থকরা। টিফোর বাঁদিকে রয়েছেন একজন পুরোহিত। তিনি এক মোহনবাগান সমর্থককে বলছেন, ‘চিন্তা করিস না দুর্গাপুজোর আগে ‘এটিকে’ উঠে যাবে।’ দ্বিতীয় চরিত্র মোহনবাগান সমর্থক। তিনি বলছেন, ‘উঠছে আর কই? চিনু দা আমরা কি আমাদের মাতৃসম ক্লাব ফেরত পাব না?’ এরপরেই রয়েছেন অভিনেতা চিরঞ্জিতের বিখ্যাত সেই ডায়লগ। যেখানে লেখা হয়েছে, ‘বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা…’

শনিবার যুবভারতীতে আইএসএল-এর ডার্বি ম্যাচ। প্রচুর দর্শক মাঠে এসেছিলেন। মাঠের লড়াইয়ে ইস্টবেঙ্গল ২-০ গোলে হারলেও মাঠের বাইরে টিপ্পনিই জুটল মোহনবাগান সমর্থকদের।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version