Tuesday, November 11, 2025

Hooghly: পঞ্চমীতেই প্যান্ডেলে ভিড়, জগদ্ধাত্রী পুজোর আনন্দে মাতোয়ারা চন্দননগর

Date:

সুমন করাতি, হুগলি :

দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) আনন্দে মাতোয়ারা চন্দননগরবাসী (People of Chandannagar)। সারা বছর এখানকার মানুষ অপেক্ষা করে থাকেন এই পাঁচটা দিনের জন্য। গত দু’বছর করোনার (Corona) কারণে সেভাবে ঐতিহ্যবাহী উৎসবের (Traditional Festival) আনন্দ উপভোগ করতে পারেননি চন্দননগরবাসী। তবে এবার চতুর্থীর রাত থেকেই রাস্তায় মানুষের ঢল। ভিড় (Puja Crowd) সামলাতে আগেভাগেই প্রস্তুত প্রশাসন (Administration)।

আজ ষষ্ঠী। রবিবারের ছুটির আমেজে হুগলির পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের গন্তব্য আজ শুধুই চন্দননগর (Chandannagar)। চন্দননগরের চেনা আলোকসজ্জা আর গগনচুম্বি মাতৃমূর্তি দেখার আগ্রহ বরাবরই ছিল। করোনার কারণে গত দুবছর উৎসবের উজ্জ্বল্য একটু ম্লান হলেও এবছর তা পুরোপুরি কাটিয়ে উঠতে প্রস্তুত ফরাসডাঙ্গা। চতুর্থীর রাত থেকেই দলে দলে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন বিভিন্ন পুজো মন্ডপে। আলোর শহর চন্দননগরের আলোর জাদুকরী দেখতে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের সুবিধার্থে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে । শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে চন্দননগর জুড়ে। পুজোর চার দিন যাতে নির্বিঘ্নে মানুষ প্রতিমা দর্শন এবং এখানকার বিখ্যাত শোভাযাত্রা প্রত্যক্ষ করতে পারেন করতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে । নিরাপত্তার জন্য ড্রোনেরও সাহায্য নেওয়া হচ্ছে। এছাড়াও প্রত্যেক পুজোমন্ডপে সিসিটিভির বন্দোবস্ত করা হয়েছে, এবং প্রতিদিন সন্ধ্যে থেকে পরদিন ভোর পর্যন্ত যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে ।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version