Thursday, August 28, 2025

শত্রুপক্ষের নাইট ভিশন ডিভাইসও চিহ্নিত করতে পারবে না, ভারতীয় সেনাবাহিনীতে অত্যাধুনিক পোশাক

Date:

ভারতীয় সেনাবাহিনীতে এবার আসতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি “অ্যাডভান্সড কমব্যাক্ট পোশাক”। কী বিশেষত্ব রয়েছে এই পোশাকে? জানা গিয়েছে, যে কোনও পরিবেশে, যে কোনও আবহাওয়াতে ব্যবহার করা যাবে উন্নত প্রযুক্তির এই বিশেষ ধরণের পোশাক। রাতের অন্ধকারে শত্রুপক্ষের নাইট ভিশন ডিভাইসও চিহ্নিত করতে পারবে না এই পোশাককে। শুধু তাই নয়, জওয়ানদের স্বাস্থ্যের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে এই পোশাকে। যেখানে থাকবে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফিনিস। অর্থাৎ, যে কোনও সংক্রমণ থেকেও রেহাই মিলবে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, বিদেশি নয়, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতেই তৈরি হচ্ছে এই পোশাক। যা আত্মনির্ভর ভারতের একটি বড় উদ্যোগ বলে দাবি করছে প্রতিরক্ষা মন্ত্রক।বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর যে কমব্যাক্ট পোশাক রয়েছে, তা যথেষ্ট উন্নতমানের। তবে, যে নতুন পোশাক আনা হচ্ছে, তা আরও বেশি উন্নত এবং প্রযুক্তিসম্পন্ন। আমেরিকার সেনাবাহিনী এই ধরনের পোশাক ব্যবহার করে। এবার সেই ধরনের পোশাক পরবে ভারতীয় সেনারাও। চলতি মাসে গুজরাতে অনুষ্ঠিত ডিফেন্স এক্সপো’তে এই পোশাক প্রদর্শন করা হয়েছিল।

জানা গিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যুক্ত “ট্রুপ কমফোর্টস লিমিটেড” ভারতীয় জওয়ানদের জন্য এই পোশাক তৈরি করেছে। এই সংস্থা বিভিন্ন ধরনের উন্নত পোশাক, অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষার বিভিন্ন ধরনের জিনিস, মাউন্টেনিয়ারিংয়ের জিনিস, কভার, চামড়ার জিনিসপত্র তৈরি করে। তাদের উপরেই এই অ্যাডভান্সড কমব্যাক্ট পোশাক তৈরির ভার দেওয়া হয়েছে। এই নতুন পোশাক আরও বেশি আরামদায়কও। কারণ, সেনাবাহিনীর জওয়ানদের বিভিন্ন আবহাওয়ায় দীর্ঘক্ষণ এই ধরনের পোশাক পরে ডিউটি করতে হয়। তাই আরামদায়ক হাওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন:“রাজনৈতিক বিরোধ থাকলেও আমাদের ব্যক্তিগত শত্রুতা নেই”, মমতাকে তাৎপর্যপূর্ণ চিঠি অধীরের

 

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version