Monday, November 3, 2025

বাম ছাত্রযুবদের বিক্ষোভ ঘিরে বহরমপুরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের

Date:

Share post:

বামদের বিক্ষোভ কর্মসূচীকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি বহরমপুরে (Baharampur)। নিয়োগ না পেয়ে এক চাকরি প্রার্থীর আত্মহ*ত্যাকে কেন্দ্র করে সোমবার বাম ছাত্র যুব সংগঠন বিক্ষোভ দেখাতে শুরু করে। বহরমপুরে এসপি অফিসের সামনে মুহূর্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। পুলিশের তরফে তৈরি করা হয় ব্যারিকেডও (Barricade)। আর সেই ব্যারিকেড ভেঙে এসপি অফিসের (SP office) দিকে ডিওয়াইএফআই (DYFI), এসএফআই (SFI)-এর ছাত্র যুবরা এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। পরে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। চলে স্লোগানও।

অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেতে লালগোলা থানার পাইকপাড়া গ্রাম পঞ্চায়েতের সরপাখিয়া গ্রামের বাসিন্দা আবদুর রহমান (Abdur Rahaman) প্রায় সাত লক্ষ টাকা দিয়েছিলেন কান্দি থানার বাগড় পলাশির বাসিন্দা দিবাকর কোনাইকে। ২৭ সেপ্টেম্বর চাকরি না পেয়ে প্রতারিত যুবক কীটনাশক খেয়ে আত্ম*ঘাতী হন বলে অভিযোগ। মৃতের পরিবার তখন পুলিশকে না জানিয়েই দেহ সমাধিস্থ করেন। তিনদিন পর দেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত (Postmortem) করা হয়।

এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রেহেসানকে আগেই গ্রেফতার (Arrest) করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এবং মৃতের ৯ পাতার সুই*সাইড নোটের ভিত্তিতে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার দক্ষিণ চাতর এলাকার বাসিন্দা প্রজ্ঞান সরকারকে গ্রেফতার করা হয়। বীরভূম থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত দিবাকরকে। পুলিশের তৎপরতায় একে একে ধরা পড়ে রেহেসান, প্রজ্ঞান এবং দিবাকরও।

তবে পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করলেও মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেমে পড়ে বাম ছাত্র-যুব সংগঠন। মূল অভিযুক্তসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হলেও এই বিক্ষোভ কেন? তা নিয়ে উঠছে প্রশ্ন। কোনও ইস্যু না পেয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বামেরা এমনটাই অভিযোগ বিরোধীদের।

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...