Saturday, November 15, 2025

মোহনবাগান নামের আগে থেকে ‘এটিকে’ শব্দ সরাতে পাঁচ সদস্যের কমিটি গড়ল ক্লাব। সোমবার ছিল ক্লাবের কর্মসমিতির বৈঠক। সেখানেই নতুন কমিটি গড়া হয়। এটিকে সরানোর প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয়, তার জন্য সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আলোচনা করবেন কমিটির সদস্যরা। সচিব দেবাশিস দত্ত ছাড়াও কমিটির বাকি চার সদস্য হলেন ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, কর্মসমিতিতে থাকা দুই প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, সহসচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং  বিচারপতি অসীম রায়। এটিকে সরানোর প্রক্রিয়ায় আইনি জট কাটাতে বিচারপতি অসীম রায়ের পরামর্শ নেবেন কমিটির সদস্যরা।

একই সঙ্গে ‘রিমুভ এটিকে’ নিয়ে আন্দোলনরত কতিপয় সদস্য-সমর্থকের অভব্য আচরণ নিয়ে এদিনের বৈঠকে নিন্দা প্রস্তাব আনা হয় কমিটির সদস্যদের তরফে। সহসভাপতি কুণাল ঘোষের প্রস্তাব মেনে বিষয়টি নিয়ে তদন্ত করে পদক্ষেপ করার জন্য ক্লাবের শৃঙ্খলারক্ষা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। ক্লাবের সম্মানহানি আটকাতে গঠনতন্ত্র মেনে আইন মোতাবেক ব্যবস্থা নেবে শৃঙ্খলারক্ষা কমিটি। সিদ্ধান্ত হয়, এটিকে সরানোর নামে অসংসদীয় আচরণ বরদাস্ত করা হবে না এবং কোনওভাবেই ক্লাবের সম্মান ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। গুটিকয়েক সদস্য সমর্থকের আচরণের তীব্র নিন্দা করেন কমিটির প্রতিটি সদস্য।

কর্মসমিতির বৈঠক শেষে সহসভাপতি কুণাল ঘোষ বলেন, ‘‘সঞ্জীব গোয়েঙ্কা সবসময় স্বাগত। উনি বাংলার গর্ব। সব থেকে বড় কথা, উনি নিজে আদ্যন্ত মোহনবাগানী। তিনি এগিয়ে না এলে হয়তো ক্লাবের আইএসএল খেলাটাও হত না। কিন্তু ‘এটিকে’ শব্দটা নিয়ে যে আবেগ কাজ করছে, ‘এটিকে’র বদলে অন্য কোনও শব্দ এলে ভাল হয়, সে বিষয়ে যথাযথ আলোচনা এদিনের বৈঠকে হয়েছে এবং আলোচনায় গতি আনতে কিছু পদক্ষেপ নিয়েছে ক্লাব।’’ এদিকে, ক্লাবের বার্ষিক সাধারণ সভা ১০ ডিসেম্বর। নতুন ক্রিকেট সচিব হলেন তন্ময় চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজের জন‍্য দল ঘোষণা করল বিসিসিআই

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version