নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি পার্থ চট্টোপাধ্যায়। একমাস পর আজ,সোমবার তিনি সশরীরে আলিপুর আদালতে তোলা হয় তাঁকে। এদিন আদালতে তোলা হবে সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহাদেরও। অন্যদিকে, ইডি-র মামলায় ভার্চুয়াল হাজিরা দেবেন নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়।
আরও পড়ুন:চাকরিপ্রার্থীদের উত্তরপত্র SSC দফতরেই নষ্ট করতেন পার্থ! চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের
গ্রেফতারির পর প্রথম দিকে কয়েকবার সশরীরে আদালতে হাজির ছিলেন তিনি। কিন্তু তারপরই পার্থের নিরাপত্তার কথা ভেবে শুনানি হত ভার্চুয়াল মাধ্যমে। তবে গতও শুক্রবার শুনানি নিয়ে জটিলতা তৈরি হয়। এরপরই মামলাটি পিছিয়ে যায়। আদালত পার্থকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। এদিন আদালত চত্বরে পার্থর গাড়ি পৌঁছতেই সাংবাদিকরা তাঁকে বিভিন্ন প্রশ্ন করে।যা শুনে প্রায় সঙ্গেসঙ্গেই মেজাজ হারান পার্থ।
