Wednesday, December 3, 2025

গুজরাতে সেতু দুর্ঘটনা ইস্যুতে তাপস রায়ের নিশানায় মোদি! কী বললেন তৃণমূল নেতা?

Date:

Share post:

গুজরাতে মোর্ভা ব্রিজ দুর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি জানালেন বিধায়ক তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা, তাপস রায়। আজ, সোমবার সাংবাদিকদের মুখোমুখি তাপসবাবু ভয়ঙ্কর অভিযোগ করে বলেন, বিজেপির কাছে সাধারণ মানুষের নিরাপত্তা কখনোই প্রাধান্য পায় না, ওদের কাছে মানুষের জীবন নয়, ওদের কাছে আগে ভোট।

তাপস রায়ের দাবি, প্রযুক্তিবিদদের সঙ্গে কোনওরকম পরামর্শ না করেই লোড টেস্ট-সহ ইঞ্জিনিয়ারিং পরীক্ষা-নিরীক্ষা না করেই তড়িঘড়ি এই সেতু খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। পাশাপাশি এই সেতুর মেরামতি নিয়ে কোন অনৈতিক আর্থিক লেনদেন হয়েছে কিনা সে বিষয়টি নিয়েও তদন্ত করে দেখার জানিয়েছেন তৃণমূল বিধায়ক।

তারপরই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন। মনে করিয়ে দেন ২০১৬ সালে কলকাতার পোস্তার ব্রিজ ভেঙে পড়ার সময় মোদি এই রাজ্যের সরকার পড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। গুজরাতের মোর্ভা ব্রিজ ভেঙে পড়াও আগামিদিনে গুজরাত নির্বাচনে সরকার পড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলে দিলেন তাপস রায়।

নির্বাচনের পর থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপির সাংসদ-বিধায়কদের এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না বলে বিভিন্ন জায়গায় পোস্টার পড়ছে। এ প্রসঙ্গে তাপস রায় বলেন, জনপ্রতিনিধি হওয়ার পর মানুষের অনেক প্রত্যাশা থাকে। পোস্টার পড়লো কি পড়ল না সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হল জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার পর এটা সংশ্লিষ্ট জনপ্রতিনিধির দায় ও দায়িত্বের মধ্যে পড়ে। সময় করে নিজের বিধানসভাএলাকায় যাওয়া, এলাকার মানুষের অভাব-অভিযোগ শোনা ও তার দ্রুত সমাধান করা।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অনেক ক্ষেত্রেই প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে তাপস বাবু বলেন, দুই একটি বিক্ষিপ্ত ঘটনাকে কেউ কেউ বড় করে দেখানোর চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেস দল হিসেবে অনেক বড়। দলে গণতান্ত্রিক পরিবেশ সুপ্রতিষ্ঠিত হয়েছে। শীর্ষ নেতৃত্ব সবদিকে নজর রাখছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবে দল।

অন্যদিকে, বঞ্চিত চাকরিপ্রার্থীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সহানুভূতিশীল বলেই মনে করেন তাপস রায়। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার নিশ্চয় এই জটিলতা দ্রুত কাটিয়ে উঠবে বলেও জানান তাপস রায়।

আরও পড়ুন- গুজরাটের মরবি বিপর্যয় কি আসলে একটি ‘অ্যাক্ট অফ ফ্রড? প্রধানমন্ত্রীর মন্তব্যের পুনরাবৃত্তি তুলে প্রশ্ন তৃণমূলের 

 

spot_img

Related articles

সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বুধবারই কেন্দ্রের স্বৈরাচারী বাঙলা বিরোধী সরকারের মুখে ঝামা ঘষে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তানকে...

রায়পুরে ঋতুর ক্যারিশমা, বিরাট ইনিংসে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

রায়পুরে রাজকীয় শতরান ঋতুরাজের (Rituraj Gaikwad),ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে অপ্রতিরোধ্য বিরাট (Virat Kohli)। সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে...

চালাকি করে SIR করেছে অমিত শাহ! তীব্র আক্রমণ মমতার, আশ্বাস দেন “বাংলা ডিটেনশন ক্যাম্প হবে না”

বাংলায় তাড়াহুড়ো করে এসআইআর (SIR) চালু করা হয়েছে। এর জন্য দায়ী অমিত শাহ (Amit Shah)। বুধবার, মালদহের গাজোলে...

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...