Sunday, November 9, 2025

দলিত যুবককে বেধড়ক মার, নিজের বিরুদ্ধের থানায় FIR দায়ের পুলিশকর্তার

Date:

Share post:

এবার নিজের বিরুদ্ধেই নিজের থানায় অভিযোগ দায়ের করলেন এক পুলিশ অফিসার। নজিরবিহীন এই ঘটনা ঘটেছে ওড়িশার এক থানায়। তবে একেবারেই স্বেচ্ছায় নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে এমন কাজ করতে বাধ্য হয়েছেন ওই অফিসার। তিনি বালিপাতনা থানার আইসি কৃপাসিন্ধু বরাদ।

কিন্তু কেন? কী দোষ করেছিলেন তিনি? জানা গিয়েছে, সম্প্রতি থানার মধ্যে এক দলিত যুবককে বেধড়ক মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল ওই পুলিশ অফিসার ও তাঁর কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ওড়িশা পুলিশের উপরতলার আধিকারিকরা রীতিমতো নড়েচড়ে বসেন।

ঘটনার অন্যদিকে মোড় নিচ্ছে বুঝতে পেরে ডেপুটি পুলিশ কমিশনার বালিপাতনা থানার আইসি কৃপাসিন্ধু বরাদকে নিজের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করার নির্দেশ দেন। সেইমতো ওই পুলিশ অফিসার নিজের থানায় নিজের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেন। পাশাপাশি, ওই থানার সাব ইনসপেক্টর রাকেশ সামালের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন তিনি।

জানা গিয়েছে, একটি মারপিটের ঘটনায় সরোজ ভোই নামে এক যুবককে গ্রেফতার করে বালিপাতনা থানার পুলিশ। এরপরই ধৃত ওই যুবকের স্ত্রী ডেপুটি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন, থানায় বেধড়ক মারধর করা হয়েছে তাঁর স্বামীকে। তাঁর হাঁটু ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই থানার সমস্ত পুলিশ ও অফিসার যুক্ত, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। যুবকের অভিযোগ, থানায় এনে তাঁকে আইসি-সহ ৫-৬ জন পুলিশ বেধড়ক মারধর করেন। এরপরই ডেপুটি পুলিশ কমিশনার অভিযুক্ত পুলিশ অফিসারকে নিজের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করার নির্দেশ দেন। সেইমতো মামলা রুজু হয়েছে। বর্তমানে সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার এক অফিসার ঘটনার তদন্ত করছেন।

আরও পড়ুন:হিম্মত থাকলে প্রধানমন্ত্রী বাংলায় বলা শব্দগুলো গুজরাটেও বলুন:কুণাল ঘোষ

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...