Thursday, December 25, 2025

দলিত যুবককে বেধড়ক মার, নিজের বিরুদ্ধের থানায় FIR দায়ের পুলিশকর্তার

Date:

Share post:

এবার নিজের বিরুদ্ধেই নিজের থানায় অভিযোগ দায়ের করলেন এক পুলিশ অফিসার। নজিরবিহীন এই ঘটনা ঘটেছে ওড়িশার এক থানায়। তবে একেবারেই স্বেচ্ছায় নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে এমন কাজ করতে বাধ্য হয়েছেন ওই অফিসার। তিনি বালিপাতনা থানার আইসি কৃপাসিন্ধু বরাদ।

কিন্তু কেন? কী দোষ করেছিলেন তিনি? জানা গিয়েছে, সম্প্রতি থানার মধ্যে এক দলিত যুবককে বেধড়ক মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল ওই পুলিশ অফিসার ও তাঁর কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ওড়িশা পুলিশের উপরতলার আধিকারিকরা রীতিমতো নড়েচড়ে বসেন।

ঘটনার অন্যদিকে মোড় নিচ্ছে বুঝতে পেরে ডেপুটি পুলিশ কমিশনার বালিপাতনা থানার আইসি কৃপাসিন্ধু বরাদকে নিজের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করার নির্দেশ দেন। সেইমতো ওই পুলিশ অফিসার নিজের থানায় নিজের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেন। পাশাপাশি, ওই থানার সাব ইনসপেক্টর রাকেশ সামালের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন তিনি।

জানা গিয়েছে, একটি মারপিটের ঘটনায় সরোজ ভোই নামে এক যুবককে গ্রেফতার করে বালিপাতনা থানার পুলিশ। এরপরই ধৃত ওই যুবকের স্ত্রী ডেপুটি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন, থানায় বেধড়ক মারধর করা হয়েছে তাঁর স্বামীকে। তাঁর হাঁটু ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই থানার সমস্ত পুলিশ ও অফিসার যুক্ত, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। যুবকের অভিযোগ, থানায় এনে তাঁকে আইসি-সহ ৫-৬ জন পুলিশ বেধড়ক মারধর করেন। এরপরই ডেপুটি পুলিশ কমিশনার অভিযুক্ত পুলিশ অফিসারকে নিজের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করার নির্দেশ দেন। সেইমতো মামলা রুজু হয়েছে। বর্তমানে সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার এক অফিসার ঘটনার তদন্ত করছেন।

আরও পড়ুন:হিম্মত থাকলে প্রধানমন্ত্রী বাংলায় বলা শব্দগুলো গুজরাটেও বলুন:কুণাল ঘোষ

 

 

spot_img

Related articles

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে...

বাংলাদেশে ফিরল তারেক-কন্যার পোষ্য ‘জেবু’

প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজের বাংলাদেশে (Bangladesh) ফিরেছেন BBP চেয়ারম্যান তারেক রহমান (Tarek Rahman)। তারেকের...