হিম্মত থাকলে প্রধানমন্ত্রী বাংলায় বলা শব্দগুলো গুজরাটেও বলুন:কুণাল ঘোষ

‘হিম্মত থাকলে প্রধানমন্ত্রী বাংলায় বলা চারটে লাইন গুজরাটেও বলুন।’ মঙ্গলবার সকালে মোরবিতে ঝুলন্ত ব্রিজ ভেঙে মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী ও বিজেপিকে ঠিক এমনভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, ব্রিজ বিপর্যয়ের পিছনে যে ভয়ানক প্রশাসনিক গাফিলতি রয়েছে তা পরিষ্কার।

আরও পড়ুন:অ্যাক্ট অফ গড! সাহস থাকলে গুজরাটে গিয়ে বলুন: মোদিকে চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, গুজরাটে যে মর্মান্তিক সেতু বিপর্যয়ের ঘটনা ঘটেছে তা এখনও পর্যন্ত বিশ্বের মধ্যে তৃতীয়তম বড় দুর্ঘটনা। এরপরও যেভাবে মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়া হচ্ছে, মৃতদেহ উদ্ধারের ছবি প্রকাশ্যে আসছে।তা অত্যন্ত ভয়াবহ। আমি আশা করব,  প্রধানমন্ত্রী ২০১৬ সালে কলকাতায় এসে সে শব্দগুলো বলেছিলেন, হিম্মত ও সততা থাকলে গুজরাটের মাটিতে দাঁড়িয়েও সমান শব্দ বলে দেখাবেন।

পাশাপাশি, পোস্তা ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে কুণাল বলেন, পোস্তা ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় দোষীদের যথাযথ শাস্তি দিয়েছে রাজ্য সরকার।সবটাই অত্যন্ত দ্রুততার সঙ্গে হয়েছে। বাকিটা আদালতের বিচারয়াধীন। সেখানে রাজ্য সরকারের কোনও হাত নেই।

Previous articleপ্রয়াত “স্টিল ম্যান অফ ইন্ডিয়া” জামশেদ জে ইরানি, শিল্প মহলে শোকের ছায়া
Next articleদলিত যুবককে বেধড়ক মার, নিজের বিরুদ্ধের থানায় FIR দায়ের পুলিশকর্তার