Sunday, November 9, 2025

Weather Update: নভেম্বরে মিলবে না শীতের দেখা, ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

Date:

Share post:

নভেম্বরেই কি ফের ঘূর্ণিঝড় (Cyclone)? উৎসবের শেষে প্রকৃতির পরিবর্তন নিয়ে চিন্তায় আবহাওয়াবিদরা। এমনিতে নভেম্বরে কোনও বছরই শীত আসে না দক্ষিণবঙ্গে (South Bengal)। কলকাতা বা দক্ষিণবঙ্গে শীতের যাত্রা শুরু হতে হতে মাঝ ডিসেম্বর লেগে যায়।তবে নভেম্বরে শীতের ঝলক পাওয়া যায় বটে। তবে এবার সেইসবের টিকি মিলছে না। গত দুদিনে সকাল থেকে গরমের দাপট বেড়েছে। সিত্রাং (Sitrang) আসার সময় যে শীতের আবহ তৈরি হয়েছিল কালীপুজোর (Kalipuja)পর তা নিমেষে উধাও হয়েছে । শুধু বাংলাই নয়, নভেম্বরে জমিয়ে ঠান্ডার আশা নেই গোটা দেশেই বলছেন হাওয়া অফিসের (IMD) কর্তারা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, রাজস্থান ছাড়া বাকি সব রাজ্যেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। পাশাপাশি আবার বঙ্গোপসাগরে (Bay of Bengal)তৈরি ঘূর্ণিঝড়। এই মুহূর্তের অবস্থান দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূল। আইএমডি বলছে, তামিলনাড়ু এবং কেরালা জুড়ে সাইক্লোনিক মুভমেন্ট  (Cyclonic Movement) যার জেরে দক্ষিণ-পূর্ব আরব সাগর পর্যন্ত একটি লাইন প্রসারিত হচ্ছে বলে প্রাথমিক ভাবে একটা আন্দাজ মিলছে।

মমতা সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, নারী ক্ষমতায়নে এবার পৃথক বাজেট রাজ্যে!

ফের ঘূর্ণিঝড়? হাওয়া অফিস বলছে সেইরকম আশঙ্কা তৈরি হচ্ছে বটে। যদিও তার জন্য এখনই শীত আসার কোনওরকম সম্ভাবনা নেই। ২৯ অক্টোবর আলিপুরের তাপমাত্রা নামে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। অক্টোবরেই ২০ ডিগ্রির নীচে পারদ, গত দশ বছরে এরকম দেখেনি মহানগর। কিন্তু তার পর আর তাপমাত্রা কমেনি। উল্টে বেড়েছে। নভেম্বরের পয়লা দিনে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরে হাওয়া অত্যন্ত কম গতিতে প্রবেশ করছে। ফলে মধ্য ভারতের উপর উচ্চচাপ বলয় তৈরি হয়েছে তার বড় প্রভাব নেই । ঠান্ডা হাওয়ার জন্য বাংলাকে তাকিয়ে থাকতে হয় উত্তর, উত্তর-পশ্চিম ভারতের দিকেই। ফলে উত্তরে বাতাস সেভাবে না এলে শীত আসার আনন্দ মিলছে না সহজে। এদিকে দেশের রাজধানী দিল্লিতে (Delhi)ক্রমবর্ধমান দূষণের কারণে একদিকে যেখানে বাতাস বিষাক্ত হয়ে উঠছে, অন্যদিকে দীপাবলি-ছট উৎসব শেষ হওয়ার পরেও বিহার থেকে উত্তরপ্রদেশে শীতের পরিমাণ খুব একটা বাড়েনি। উত্তর ভারতে বর্ষা একটু থমকে গেলেও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলছে । তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া দফতর দক্ষিণ ভারতের অনেক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যেখানে পাহাড়ি রাজ্যগুলিতে তুষারপাতের লক্ষণ রয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, নভেম্বরে রাতের তাপমাত্রা অর্থাত্‍ সর্বনিম্ন তাপমাত্রার গড় স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। একই আভাস দিনের তাপমাত্রা অর্থাত্‍ সর্বোচ্চ তাপমাত্রা নিয়েও। শীতের মরসুমে রাতের তাপমাত্রা কতটা নামল, সেটাই আসল। সেখানেও পারদপতনে কাঁটা!

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...