Monday, August 25, 2025

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বুকে জোড়া অগ্নিকান্ডের (Fire Incident)ঘটনা। প্রথমে ডানলপের (Dunlop)বহুতলে, তারপরে শ্যামনগরের (Shyamnagar)ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন। দমকল (Fire department) সূত্রে খবর, বুধবার বেলার দিকে এক্সাইড কারখানার গুদামে আগুন লাগে। জানা যাচ্ছে ওই গুদামে ব্যাটারির খোল তৈরির জিনিসপত্র রাখা ছিল। দাহ্য পদার্থ থাকায় নিমেষে আগুন (Fire)ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান দমকলকর্মীরা। তিন দিক দিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

এদিন বরানগর ডানলপ মোড়ে এক বেসরকারি ব্যাংকে হঠাৎই আগুন লাগে। আগুনের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। পার্শ্ববর্তী এলাকায় বহু দোকানপাট রয়েছে। সেখানে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। যখন ডানলপের আগুন নেভাতে ব্যস্ত দমকল, তখনই খবর আসে শ্যামনগরের একটি ব্যাটারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের। আগুন লাগার পর মুহূর্তে তা গ্রাস করে গোটা কারখানা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন দমকলকর্মীরা। আগুনের উৎস খুঁজে সেখানে জল দেওয়ার পরই পরিস্থিত নিয়ন্ত্রণে আসে। কী কারণে এই আগুন লাগল তা জানার চেষ্টা চালানো হচ্ছে। সেইসঙ্গে কারখানায় অগ্নিনির্বাপক কোনও ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখবে দমকল ও পুলিশ। স্থানীয়রাও সাহায্যের হাত বাড়িয়ে দেন যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। শ্যামনগরের ব্যাটারি কারখানার বয়লার থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

Related articles

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...

বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণে কমলেও রক্ষা নেই উত্তরের

নিম্নচাপের জের খানিকটা কম হওয়ার ইঙ্গিত রবিবার থেকেই মিলেছে। তবে এখনই বর্ষার প্রকোপ কমছে না মৌসুমী অক্ষরেখার জেরে।...

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...
Exit mobile version