Saturday, November 15, 2025

ডানলপের পরে শ্যামনগর, ব্যাটারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

Date:

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বুকে জোড়া অগ্নিকান্ডের (Fire Incident)ঘটনা। প্রথমে ডানলপের (Dunlop)বহুতলে, তারপরে শ্যামনগরের (Shyamnagar)ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন। দমকল (Fire department) সূত্রে খবর, বুধবার বেলার দিকে এক্সাইড কারখানার গুদামে আগুন লাগে। জানা যাচ্ছে ওই গুদামে ব্যাটারির খোল তৈরির জিনিসপত্র রাখা ছিল। দাহ্য পদার্থ থাকায় নিমেষে আগুন (Fire)ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান দমকলকর্মীরা। তিন দিক দিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

এদিন বরানগর ডানলপ মোড়ে এক বেসরকারি ব্যাংকে হঠাৎই আগুন লাগে। আগুনের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। পার্শ্ববর্তী এলাকায় বহু দোকানপাট রয়েছে। সেখানে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। যখন ডানলপের আগুন নেভাতে ব্যস্ত দমকল, তখনই খবর আসে শ্যামনগরের একটি ব্যাটারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের। আগুন লাগার পর মুহূর্তে তা গ্রাস করে গোটা কারখানা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন দমকলকর্মীরা। আগুনের উৎস খুঁজে সেখানে জল দেওয়ার পরই পরিস্থিত নিয়ন্ত্রণে আসে। কী কারণে এই আগুন লাগল তা জানার চেষ্টা চালানো হচ্ছে। সেইসঙ্গে কারখানায় অগ্নিনির্বাপক কোনও ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখবে দমকল ও পুলিশ। স্থানীয়রাও সাহায্যের হাত বাড়িয়ে দেন যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। শ্যামনগরের ব্যাটারি কারখানার বয়লার থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version