চন্দননগরে চমক! নজর কাড়ছে ছোটদের জগদ্ধাত্রী পুজো

সুমন করাতি

হুগলির আলোর শহর চন্দননগর (Chandannagar) জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja) জন্য বিখ্যাত। জেলার একাধিক জায়গায় ধুমধাম করে পালিত হচ্ছে পুজো। তবে জনসাধারণের কাছে এক অন্য আকর্ষণ হয়ে উঠেছে চন্দননগরের রথের সড়কের চন্দ্রভবনে ছোট ছেলে মেয়েদের নিজের হাতে তৈরী মা জগদ্ধাত্রী। এই পুজোর উদ্যক্তারাও বয়সে অনেকটাই ছোট। তবে ছোটদের হাত শক্ত করতে পুজোর কাজে এগিয়ে এসেছেন এলাকার বয়জ্যেষ্ঠরা। মাটি ও কাগজ দিয়ে সুন্দর জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করেছে তারা।

যেখানে চন্দননগরে সুবিশাল প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন রাজ্যের বিভিন্ন জায়গার লক্ষাধিক মানুষ সেখানে এবার মানুষের কাছে অন্য আকর্ষণ হয়ে উঠেছে রথের সড়কের চন্দ্রভবনে ছোট ছোট খুদে ছেলে মেয়েদের নিজেদের তৈরী মা জগদ্ধাত্রী প্রতিমা। চন্দননগরের একাধিক সুবিশাল জগদ্ধাত্রী প্রতিমা ও আলোকসজ্জার মাঝে মানুষের বিশেষ ভাবে মন কেড়েছে এবারের ছোটদের জগদ্ধাত্রী পুজো।

Previous articleমোদি রাজ্যে “চোর” সরকার! গুজরাতে ২ কোটির বদলে ২৮ লাখেই সেতু নির্মাণ!
Next articleকিং খানের জন্মদিনে বড় চমক! এক ক্লিকেই দেখুন পাঠানের টিজার