Monday, August 25, 2025

২০২২ ফুটবল বিশ্বকাপ কাতারে(Quatar World Cup) শুরু হচ্ছে ২০ নভেম্বর থেকে। ফুটবল জ্বরে ফুটছে গোটা বিশ্ব। এহেন পরিস্থিতির মাঝেই বাড়তি উচ্ছ্বাস হিসেবে কাতারে পৌঁছে যাচ্ছে বাংলার পাঁঠার মাংস। বাঙালির প্রিয় হরিণঘাটার মটন(Hatinghata Meet) এবার পৌঁছে যাবে আরবে। যার জেরে বাণিজ্যিক মহলেও উত্তেজনার পারদ চড়ছে।

আরবে হরিণঘাটার মাংস রফতানির দায়িত্বে রয়েছে প্রাণিসম্পদ বিকাশ দফতরের অধীনে থাকা‘ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা এই সংস্থা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কেন্দ্রের ছাড়পত্রও পেয়ে গিয়েছে ইতিমধ্যে। প্রশাসনিক সূত্রে খবর, মাংস হরিণঘাটা থেকেই যাবে। তবে কবে এবং কতটা পরিমাণে মাংস রফতানি করা হবে তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, কাতারে রেড মিটের চাহিদা প্রচুর। পশ্চিমবঙ্গে হরিণঘাটার মাংসের জনপ্রিয়তাও কম নয়। গোটা দেশ জুড়েই বাংলার মাংসের প্রচুর নামডাক। তবে এবার বাঙালি ফুটবল প্রেমীদের মন জোগাতে বাংলার হরিণঘাটার মাংস পুরোদমে কাতারে ফুটবল বিশ্বকাপে সুযোগ পাবে। সবরকম স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে বিদেশের বাজারে এই মাংস সরবরাহ করা হবে।

সূত্রের খবর, মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ভবিষ্যতে মাংস রফতানি করার পরিকল্পনা শুরু করেছে রাজ্য। হংকং, সিঙ্গাপুর, কুয়েত, ওমান, মালদ্বীপ, সিঙ্গাপুর, সৌদি আরবে পশ্চিমবঙ্গের প্রিয় পাঁঠার মাংস রফতানি হতে পারে আগামিদিনে। সে বিষয়ে জোর উদ্যোগ শুরু হয়েছে।

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version