Friday, November 14, 2025

ডার্বি হারের পর শুক্রবার আবার মাঠে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। যারা আবার যুবভারতীতে মোহনবাগানকে হারিয়েছিল। বৃহস্পতিবার মিডিয়ার মুখোমুখি হয়ে স্টিফেন কনস্ট্যান্টাইন বলেন, ‘‘যে দল কলকাতায় এসে মোহনবাগানকে হারিয়ে দেয় তাদের তো সমীহ করতেই হবে।’’

লাল-হলুদের সাহেব কোচ আরও বলেন, ‘‘আমার দলও উন্নতি করছে। রোম একদিনে তৈরি হয়নি। তেমনই একটা সেরা দলও রাতারাতি তৈরি করা যায় না। আমরা প্রতি ম্যাচেই উন্নতি করছি। ডার্বি হারলেও আমরা প্রথমার্ধে দারুণ খেলেছিলাম। অনেক বেশি সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে হুগো বৌমোসের গোলের পরেই ছন্দপতন ঘটেছিল। আমি চাই দল প্রথমার্ধের ফুটবলটা ৯০ মিনিট ধরে খেলবে।’’

প্রতিপক্ষ শিবিরে দেবজিৎ মজুমদার, নারায়ণ দাস, রহিম আলি, সৌরভ দাসদের মতো একঝাঁক বঙ্গসন্তান রয়েছেন। স্টিফেন চেন্নাইয়ান ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে সমর্থকদের পাশে চাইছেন। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আপাতত নবম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। তবে স্টিফেন মনে করেন, একটা জয় তাঁর ফুটবলারদের আত্মবিশ্বাস একলাফে অনেকটাই বাড়িয়ে দেবে।

এদিকে, এদিনই লাল-হলুদের অনুশীলনে যোগ দিলেন স্টিফেনের নতুন সহকারী কোচ ভেঙ্কটেশ। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে এদিন জানিয়ে দেওয়া হয়েছে, ডার্বি দেখতে গিয়ে হৃদরোগে মৃত সমর্থক জয়শঙ্কর সাহার স্মৃতিতে শ্রদ্ধা জানানো হবে শুক্রবারের ম্যাচে।

আরও পড়ুন:চলতি বিশ্বকাপে সাফল্যের রহস্য কী? জানালেন স্বয়ং অর্শদীপ

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version