হুগলির (Hoogly) দুটি গঙ্গার ঘাট চন্দননগরের (Chandannagar) গৌরহাটি ও চাঁপদানির (Champdani) পলতা ফেরি সার্ভিস (Ferry Services) দীর্ঘ কয়েক বছর ধরেই বন্ধ হয়ে রয়েছে। যার ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে কলকারখানার শ্রমিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ব্যবসায়ীদের। তবে চাঁপদানি ও চন্দননগর গৌড়হাটি এলাকার বাসিন্দা সহ হুগলির জেলার বাসিন্দাদের জন্য এবার আনন্দের খবর শোনালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Transport Minister Snehasis Chakraborty)। তিনি জানান, আগামী ডিসেম্বরের (December) মধ্যে হুগলির দুটি গঙ্গার ঘাট যাত্রীদের পারাপারের জন্য খুলে দেওয়া হবে।

আর এই সুখবর ছড়িয়ে পড়তেই চাঁপদানি ও চন্দননগর গৌড়হাটি এলাকার বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া। চন্দননগর গৌড়হাটি এলাকার বাসিন্দা সন্তোষ সাহা ও চাঁপদানির পলতা ঘাট এলাকার বাসিন্দা তথা প্রাক্তন কাউন্সিলর জিতেন্দ্র সিং জানান, গত কয়েক বছর ধরেই হুগলির চাঁপদানির পলতা ঘাট ও গৌড়হাটি গঙ্গার ঘাট সংস্কার হলেও কোনও এক অজানা কারণে চালু করা সম্ভব হয় নি। তবে আগামী মাসেই চালু হতে চলেছে ফেরি সার্ভিস।
