Friday, August 22, 2025

শিশুকন্যাকে সঙ্গে নিয়েই অ্যাপ ক্যাব চালাচ্ছেন মা, রিল নয় রিয়েল লাইফের আসল নায়িকা

Date:

জীবনে অনেক প্রতিকূলতা এসেছে। কিন্তু মেয়েকে আঁকড়ে দাঁতে দাঁত চেপে লড়াই করে চলেছে মা। নেটমাধ্যেমে উঠে এল এমনই এক মায়ের কাহিনী। যা শুনলে আপনার হৃদয় ছুঁয়ে যাবেই।

আরও পড়ুন:Entertainment: রূপান্তরকামীর ভূমিকায় সুস্মিতা সেন! সোশ্যাল মিডিয়া ভাইরাল ফার্স্ট লুক

একরত্তি মেয়েকে নিয়েই সংসার মায়ের। জীবনযুদ্ধের লড়াইয়ে টিকে থাকার জন্য অ্যাপ ক্যাবকে সম্বল করেছেন মা। তাই ছোট্ট শিশুকে ড্রাইভারের পাশের সিটে বসিয়েই যাত্রীদের নিয়ে সফর করেন তিনি। সম্প্রতি ভাইরাল হয়েছে এই ছবি। যা নিমেষেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক যাত্রী। ব্যাঙ্গালোরে গিয়ে অ্যাপ ক্যাব বুক করেছিলেন ওই যাত্রী। তখনও তিনি জানতেন না তাঁর ক্যাব ড্রাইভার এক মহিলা। যাত্রীটি একটি সোশ্যাল মিডিয়ায় অ্যাপ ক্যাব ড্রাইভারের ছবি দিয়ে লিখেছেন, যখন ক্যাব তাঁর সামনে এসে থামল,  তখন সেখানে একজন মহিলা চালকের আসনে বসেছিলেন, পাশের সিটে একটি সুন্দর বাচ্চা মেয়েকে ঘুমোতে দেখে অবাক হয়েছিলেন।যাত্রী বুক করা ক্যাব ড্রাইভারকে জিজ্ঞেস করেন পাশের সিটে থাকা বাচ্চাটি কার। ক্যাব চালক উত্তর দেন মেয়েটি তাঁর নিজের সন্তান।

মহিলা ওই ক্যাব ড্রাইভারের নাম নন্দিনী। নিজের পায়ে উপার্জনের জন্যই ক্যাব চালান তিনি। করোনার আগে খাবারের ব্যবসা করতেন । কিন্তু করোনার কারণে সেটি বন্ধ হয়ে যায়। জমানো অর্থও ফুরিয়ে যায়। তখন সম্বল বলতে ছিল এই ক্যাবটি। তাই ১২ ঘণ্টা ক্যাব চালান নন্দিনী। তবে একরত্তিকে সঙ্গে নিয়েই চলে জীবনযুদ্ধ।কোনও কাজকেই ছোট করে দেখেন না নন্দিনী। তাই কঠোর পরিশ্রম করতেও রাজি সে।

নন্দিনীর ছবি সমেত গল্প সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন এক যাত্রী। যা সোশ্যাল মিডিয়ায় সকলের মন ছুঁয়ে যায়। মহিলার হার না মানা লড়াইয়ের কাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত চর্চার বিষয়। নন্দিনীর কঠোর পরিশ্রমের সাধুবাদ জানিয়েছেন উবার ইণ্ডিয়ার সিইও প্রভজিত সিংও। নন্দিনীকে সাহায্য করার জন্য নিজেই যোগাযোগ করেছেন তিনি।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version