নতুন বছরের শুরুতেই বিধানসভা ভোট, চলতি মাসেই মেঘালয় যেতে পারেন অভিষেক

নতুন বছরের শুরুতেই মেঘালয়ে বিধানসভা নির্বাচনে। বর্তমানে এই রাজ্যে প্রধান বিরোধী দল তৃণমূল। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ নভেম্বর শিলং যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক. 

সদ্য চোখের জটিল অপারেশনের (Eye Surgery) পর আমেরিকা (America) থেকে বাড়ি ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পুজো কাটতেই ধীরে ধীরে আগের মতোই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গতকাল,শুক্রবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমতলার (Amtala)দলীয় কার্যালয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ডিসেম্বরের ৩ তারিখ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মেগা জনসভা রয়েছে অভিষেকের (Abhishek Banerjee)।

তার আগে মেঘালয় (Meghalaya) সফরে যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দায়িত্ব নেওয়ার পর থেকেই দলকে সাংগঠনিকভাবে সর্বভারতীয় স্তরে পৌঁছে দিতে সচেষ্ট হয়েছেন অভিষেক। শুরু থেকেই তাঁর নজরে উত্তর-পূর্ব ভারত। নতুন বছরের শুরুতেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। বর্তমানে এই রাজ্যে প্রধান বিরোধী দল তৃণমূল। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ নভেম্বর শিলং যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন। মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতার পদে রয়েছেন তৃণমূল নেতা মুকুল সাংমা (Mukul Sangma)। সেই কারণেই অভিষেকের শিলং সফর বলে মনে করা হচ্ছে। ভোটের আগে মেঘালয়ে দলের বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতি দেখতেই শিলং যাচ্ছেন তিনি।

শুধু মেঘালয় নয়, ত্রিপুরার ভোটেও নজর রাখছে তৃণমূল। বর্তমানে ত্রিপুরার দায়িত্বে রয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা প্রদেশ তৃণমূলের তরফে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে শিলংয়ের পর আগরতলা সফরেও যেতে পারেন অভিষেক। তবে ত্রিপুরা সফরের সূচি এখনও চূড়ান্ত নয় বলেই জানা যাচ্ছে।

Previous articleসময় হলেই সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেবে রাজ্য: আশ্বাস শোভনদেবের
Next articleমধ্যপ্রদেশের পর হিন্দিতে ডাক্তারি পড়ানোর সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড