Thursday, December 25, 2025

রাজ্যের শিক্ষানীতির খসড়া রিপোর্ট জমা মুখ্যসচিবের কাছে, রয়েছে জাতীয় শিক্ষানীতির অংশ: নবান্ন

Date:

Share post:

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Harikrishna Dwibedi) কাছে জমা পড়ল রাজ্যের শিক্ষানীতি। রাজ্যের শিক্ষানীতি বিষয়ক কমিটির সঙ্গে প্রায় ২ ঘণ্টা পর্যালোচনামূলক বৈঠক করেন মুখ্যসচিব। রাজ্যের শিক্ষানীতি নিয়ে কী ভাবা হচ্ছে, তা নিয়ে সেই বৈঠকে বিস্তারিত প্রেজেন্টেশন (Projection) দেওয়া হয়। খসড়া রিপোর্টও (Report) শিক্ষানীতি বিষয়ক কমিটি জমা দিয়েছে মুখ্যসচিবের কাছে। রিপোর্টে জাতীয় শিক্ষানীতির একাধিক অংশ প্রাধান্য পাচ্ছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

রাজ্যের শিক্ষানীতি তৈরির ক্ষেত্রে ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’-র একাধিক অংশকে মান্যতা দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। তবে জাতীয় শিক্ষানীতির যে অংশগুলি রাজ্যের পড়ুয়াদের জন্য সুবিধাজনক নয়, সেই অংশগুলিকে রাজ্য শিক্ষানীতি থেকে বাদ দেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষানীতির অংশকে মান্যতা না দিয়ে স্কুল শিক্ষায় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুটি স্তর রাখার পক্ষে রাজ্য সরকার। তবে জাতীয় শিক্ষানীতি মেনে স্কুল স্তরে সেমিস্টার সিস্টেম নিয়ে আসার কথা রিপোর্ট বলা হয়েছে। এছাড়া জাতীয় শিক্ষানীতির বাইরে ‘স্পোর্টস পলিসি’ নিয়ে আসছে রাজ্য। প্রতিদিন স্কুলে-স্কুলে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতির অনুযায়ী না মানলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক অনুদান পেতে সমস্যা হতে পারে। সে কারণে বিশ্ববিদ্যালয়গুলির হাতেই পাঠক্রম-সহ বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষার বেশিরভাগ ক্ষেত্রেই জাতীয় শিক্ষানীতির মতামত গুলিকেই বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে রাজ্য শিক্ষা নীতিতে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই বিধানসভা ভোট, চলতি মাসেই মেঘালয় যেতে পারেন অভিষেক

এমফিল-এর তুলে দেওয়ার ক্ষেত্রেও জাতীয় শিক্ষানীতির সঙ্গে সহমত রাজ্য। নবান্ন সূত্রে খবর, খসড়া রিপোর্টে PHD-সহ উচ্চ শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষানীতির বেশিরভাগ অংশকেই প্রাধান্য দেওয়া হয়েছে। চূড়ান্ত রিপোর্ট এলেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক করে তা অনুমোদন করানো হবে। সব ঠিক থাকলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের শিক্ষানীতি কার্যকর করা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

 

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...