বাংলার সাফল্য, জলজীবন মিশনে রাজ্যের ৫০ লক্ষ গ্রামীণ পরিবারে পৌঁছেছে নলবাহিত পানীয় জল

রাজ্য সরকার ওই অর্থবছরে ২৩.৩৭ লক্ষেরও বেশি সংযোগ প্রদান করেছে। ওড়িশা এবং বিহার যথাক্রমে ১৭.৪৭ এবং ১৭.৩৯ লক্ষ সংযোগ প্রদান করে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।

বাংলার সাফল্য। কেন্দ্রের জলজীবন মিশন (Jal Jeevan Mission) প্রকল্পের আওতায় রাজ্যের ৫০ লক্ষ গ্রামীণ পরিবারে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শেষ হয়েছে। শুক্রবার পর্যন্ত ৪৯ লক্ষ ৯৮ হাজারের মতো বাড়িতে পানীয় জলের লাইন (Water Supply Line) পৌঁছে দেওয়ার কাজ শেষ হয়েছে। শনিবার, আরও দুহাজার পানীয় জলের (drinking water) সংযোগ সম্পূর্ণ করা হয়েছে বলে জনস্বাস্থ্য কারিগরি দফতর (Department of Public Health Technology) সূত্রে খবর। জল জীবন মিশন (Jal Jeevan Mission) প্রকল্পের আওতায় ২০২৪ সালের মধ্যে রাজ্যের ১ কোটি ৭৭ লক্ষ গ্রামীণ বাড়িতে নল বাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়ার নিরিখে ২০২১-২২ আর্থিক বছরে সারা দেশের মধ্যে প্রথম স্থান কেন্দ্রের কাছ থেকে পুরস্কৃত হয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, রাজ্য সরকার ওই অর্থবছরে ২৩.৩৭ লক্ষেরও বেশি সংযোগ প্রদান করেছে। ওড়িশা এবং বিহার যথাক্রমে ১৭.৪৭ এবং ১৭.৩৯ লক্ষ সংযোগ প্রদান করে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।