নাইট ড্রেসিংরুমে চাপা অসন্তোষ? চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে জল্পনা তুঙ্গে

কলকাতা নাইট রাইডার্স(KKR) ড্রেসিংরুমে কী চপা অশান্তি চলছে। নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের(Chandrakant Pandit) বিরুদ্ধে এবার সেরকমই একটা অভিযোগ উঠেছে। এক বিদেশি ক্রিকেটারকে নাকি প্রতিপক্ষ শিবিরের ক্রিকেটারের সঙ্গে ডিনার করতে যাওয়া নিয়ে চন্দ্রকান্ত পণ্ডিতের(Chandrakant Pandit) প্রশ্নের মুখে পড়তে হয়েছে। যদিও কোন ক্রিকেটারের সঙ্গে এমনটা হয়েছে তা নিয়ে অবশ্য গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তবে এই খবর সামনে আসার পর থেকেই যে চন্দ্রকান্ত পন্ডিতকে নিয়ে কিন্তু শুরু হয়েছে নানান গুঞ্জন।

রেভ স্পোর্টসের খবর অনুযায়ী, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে নাকি নাইট(KKR) শিবিরের এক বিদেশি ক্রিকেটার প্রতিপক্ষ শিবিরের তারই দেশীয় সতীর্থের সঙ্গে ডিনার করতে গিয়েছিলেন। আর সেটা নিয়েই নাকি সেই বিদেশি ক্রিকেটারকে নানান প্রশ্নের মুখে পড়তে হয়েছে চন্দ্রকান্ত পণ্ডিতের। তবে কী বলেছেন তা অবশ্য জানা যায়নি।
কিন্তু এই ঘটনা যে কেকেআর শিবিরের ড্রেসিংরুম নিয়ে খুব একটা ভাল ইঙ্গিত দিচ্ছে না তা বেশ স্পষ্ট। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী চন্দ্রকান্ত পণ্ডিত ড্রেসিংরুমে হুইপ জারি করছেন। ক্রিকেটারদের সঙ্গে কি তাঁর সম্পর্ক ভাল নয়। এমন নানান কথাই কিন্তু উঠে আসছে।

এমনটা অবশ্য প্রথমবার নয়। এর আগেও ২০২৩ সালে চন্দ্রকান্ড পণ্ডিতের বিরুদ্ধে ড্রেসিমংরুমে মিলিটারি শাসনের অভিযোগ তুলেছিলেন এক বিদেশি ক্রিকেটার ডেভিড উইসি। এবার তিনি নাইট রাইডার্স শিবিরে। সেখানেও কী ড্রেসিংরুমে চন্দ্রকান্ত পণ্ডিতের শাসন সকলকে বিরক্ত করে তুলছে। এই নিয়েই এখন ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে।