Friday, December 26, 2025

ঘাসফুলে জয়দেব, নন্দীগ্রামের বেড়ারচকের বিজেপি কার্যালয় সেজে উঠলো ‘সবুজ রঙে’

Date:

Share post:

রাতারাতি বিসর্জন দেওয়া হল মোদি-যোগীর বিশাল ফেস্টুন, আশেপাশে ছড়িয়ে থাকা এক আধটা বিজেপির পতাকা। অল্প সময়ে ভোল বদলে নন্দীগ্রামের(Nandigram) কালীচরণপুরের বেড়ারচকের বিজেপি কার্যালয় হয়ে গেল তৃণমূলের কার্যালয়(TMC party office)। দলীয় দফতরের ভেতর এখন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি। বিজেপি ছাড়ার পর শুক্রবার তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের(Kunal Ghosh) হাত ধরে তৃণমূলে যোগ দেন জয়দেব দাস(Jaydev Das) ও তার সঙ্গীরা। এরপরই জয়দেব দাসের বাড়ির সামনে থাকা বিজেপির দলীয় কার্যালয় চলে গেল তৃণমূলের দখলে।

পাটি অফিসের রং বদল প্রসঙ্গে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়দেব দাস বলেন, “এই ঘটনা এটাই প্রমাণ করে যে মানুষ আমাদের পাশে আছে। কারণ আপনারাই দেখতে পাচ্ছেন যারা বিজেপি করত এলাকার সেই মানুষরাই নিজের হাতে তৃণমূলের পতাকা লাগাচ্ছেন দলীয় অফিসে। ওইসব ক্ষোভ বিক্ষোভের যে নাটক বিজেপি দেখাচ্ছিল এই ঘটনাই সেই মিথ্যাচার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।” পাশাপাশি তিনি আরো বলেন, “সাধারণ কর্মী যারা ‘গ্রাসরুট’ স্তরে কাজ করে তারা কারও দাস নয়, নেতাদের এটা মাথায় রাখা উচিত।”

উল্লেখ্য, শুক্রবার নন্দীগ্রাম জয়দেব দাসসহ ৩৩ জন বিজেপি নেতা ও পাঁচশর বেশি কর্মী তৃণমূলে যোগ দেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের হাত ধরে। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “জয়দেব দক্ষ সংগঠক। ও অন্য দলে রাজনীতি করেছে। ও আমাদের দলের কঠিন সময়ের সৈনিকদের সেলাম, স্যালুট, কুর্নিশ জানিয়ে দলে যোগ দিল। যে লোকটা আমাদের লোকদের মিথ্যা মামলা দিচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কেউ যদি আমাদের দলে যোগ দেয়, তাহলে কেন স্বাগত জানাবেন না। আসল শত্রুর হাত দুর্বল করতে হবে। যে সাম্প্রদায়িক বিভেদ করে তাকে দুর্বল করতে হবে।” জয়দেবের তৃণমূল যোগের পর নিজের এলাকার মানুষের সমর্থনে একদা বিজেপির দলীয় কার্যালয় সেজে উঠল সবুজ রঙে।

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...