ভরসা ভারত! চিনকে রুখতে ‘মেক ইন ইন্ডিয়া’ নীতিকে সমর্থন তাইওয়ানের

দীর্ঘদিন ধরেই চলছে চিন-তাইওয়ানের(Taiwan) ঠান্ডা লড়াই। তৃতীয়বার দেশের সর্বে সর্বা হয়ে আরো আগ্রাসী হয়ে উঠেছেন শি জিনপিং(Shi Jinping)। এই অবস্থায় ভারতকে ভরসা করছে তাইওয়ান। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করে ভারতের(India) মেকিং ইন্ডিয়া নীতির প্রতি সমর্থন জানিয়েছে এই দ্বীপ রাষ্ট্র।

ইন্ডিয়া-তাইওয়ান ইন্ড্রাস্ট্রিয়াল কলাবরেশন সামিট’-এ যোগ দিতে বর্তমানে ভারত সফরে রয়েছেন তাইওয়ানের উপ অর্থমন্ত্রী চেন চের্ন চাই। ভারতের চেম্বার অফ কমার্স এবং তাইওয়ানের ‘চাইনিজ ন্যাশনেল ফেডারেশন অফ ইন্ডাস্ট্রিজ’-এর যৌথ উদ্যোগে এই সম্মেলন হচ্ছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে তাইওয়ানের উপ-অর্থমন্ত্রী বলেন, “আমাদের কাছে পণ্য উৎপাদনের জন্য ভারত সবচেয়ে ভাল স্থান হতে পারে। ভারতের মেক ইন ইন্ডিয়া নীতিতে আমাদের সরকারের সমর্থন রয়েছে। আমাদের সংস্থাগুলি ভারতীয় কোম্পানি গুলির সঙ্গে কাজ করতে আগ্রহী।” তাৎপর্যপূর্ণ ভাবে, নয়াদিল্লির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির ইঙ্গিতও দিয়েছে তাইপেই।

উল্লেখ্য, বিশ্লেষকদের একাংশের মতে, শি জিনপিংয়ের (Xi Jinping) ক্ষমতায় ফিরে আসা তাইওয়ানের জন্য অশনি সংকেত। কারণ, এই পদক্ষেপই স্পষ্ট করে দিচ্ছে যে, ভবিষ্যতে দ্বীপরাষ্ট্রটিকে নিয়ে বড়সড় কোনও পরিকল্পনা করছেন জিনপিং। ফলে আরও একটা যুদ্ধ ঘটে যাওয়া অসম্ভব নয়। আপাতত ঘুঁটি সাজাচ্ছেন তিনি। দল ও সেনার অন্দরে দুর্নীতি দমনের নামে বিরোধীদের কোণঠাসা করে ফেলেছেন জিনপিং। তাই তাঁর নীল নকশায় বাধা দেওয়ার মতো কেউ নেই। এহেন পরিস্থিতে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টায় তৎপর তাইওয়ান।