Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১)  কলকাতায় পা রাখলেন ২০০২ বিশ্বকাপের চ‍্যাম্পিয়ন দল ব্রাজিলের অধিনায়ক কাফু। কাফুর নেতৃত্বে সাম্বার দেশ বিশ্বকাপ জিতেছিল ১৯৯৪ এবং ২০০২ সালে। কলকাতায় নেমে মিষ্টির স্বাদ নেন কাফু। যা মনে ধরেছে তাঁর। আজ নামবেন মাঠে।

২) বেআইনিভাবে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই প্রশ্ন তুলে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। এই মামলাটি দায়ের হয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

৩) ডার্বির ম‍্যাচের হারের পর শুক্রবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নেমেছিল স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। কিন্তু সেই ম‍্যাচে ১-০ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। চেন্নাইয়ানের হয়ে একমাত্র গোলটি করেন ভাফা।

৪) ভারত-বাংলাদেশ ম‍্যাচ নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ভারত-বাংলাদেশ ম‍্যাচ ঘিরে আইসিসির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন আফ্রিদি। আফ্রিদির মতে আইসিসি ভারতের দিকেই ঝুঁকে।

৫) জয় দিয়েই কলকাতা লিগে অভিযান শেষ করল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রথম বছরেই ডায়মন্ড হারবার প্রিমিয়ার ডিভিশনে ওঠায় গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন, ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:কলকাতায় কাফু, খেলেন মিষ্টি