রেলের ঐতিহ্য ধ্বংস! আয় বাড়াতে ভাড়া রেলের মিউজিয়াম, চলল রান্না, পুড়ল ঘাস

রেলের ঐতিহ্য ধ্বংস! আয় বাড়াতে ভাড়া রেলের মিউজিয়াম! রেলের ইতিহাসকে তুলে ধরতে যে রেল মিউজিয়ামের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঐতিহ্যবাহী রেলের মিউজিয়াম ধ্বংসের পথে।

রেলের এই মিউজিয়াম রেলের দায়িত্বে থাকলেও কিছুদিন আগে টেন্ডার ডেকে বেসরকারি হাতে তুলে দেওয়া হয় এই মিউজিয়াম। শুরু হয় টিকিট সিস্টেম। সম্প্রতি এই মিউজিয়ামের লন ভাড়া নেন মুজাফ্ফর আলি নামে এক রেল আধিকারিক। পারিবারিরক অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া হয় ওই মিউজিয়ামের লন। ঐতিহ্যশালী ভবনের লনে চলে দেদার রান্না। একপ্রকার আইন ভেঙেই চলে দেদার রান্না। ঘাসের ওপর কাঠ জ্বালিয়ে চলল বিরিয়ানি রান্না। সেই রান্নার পরে পুড়ে যায় মিউজিয়ামের সবুজ ঘাস। এইভাবে ধ্বংস হয়ে গেল রেলের ঐতিহ্য। পাশাপাশি আবর্জনার স্তুপ পুরো লন জুড়ে। পাওয়া গিয়েছে মদের বোতলও! এই রেল মিউজিয়ামের বেহাল অবস্থা দেখে নিন্দার ঝড় উঠেছে। রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মিউজিয়ামের দর্শকরা। অপরদিকে নিরাপত্তারক্ষীদের বক্তব্য, একপ্রকার নিয়ম ভেঙেই এই কার্যকলাপ হয়েছে।

আরও পড়ুন- বিজেপি বঙ্গভঙ্গের ষড়যন্ত্রে গলা মেলাচ্ছে গদ্দার শুভেন্দু: সুতাহাটায় তীব্র আক্রমণ কুণালের

Previous articleবিজেপি বঙ্গভঙ্গের ষড়যন্ত্রে গলা মেলাচ্ছে গদ্দার শুভেন্দু: সুতাহাটায় তীব্র আক্রমণ কুণালের
Next articleমুম্বইয়ের বিরুদ্ধে ২-২ গোলে ড্র বাগান ব্রিগেডের